ফাইল ফটো (Photo Credit: ANI)

সুকমা: পুলিশের সঙ্গে এনকাউন্টারের (Encounter) ফলে জখম হল (injured) পাঁচ জন নকশাল (Naxals)। গ্রেফতার (arrest) হয়েছে আরও পাঁচজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমা (Sukma) জেলার কোট্টালেন্দ্র (Kottalendra) অঞ্চলের কোন্টা থানা এলাকার (Konta PS area) জঙ্গলে (forests)।

এপ্রসঙ্গে সুকমার সুনীল শর্মা জানান, সুকমার কোট্টালেন্দ্র অঞ্চলের কোন্টা থানার অন্তর্গত জঙ্গলে পুলিশের সঙ্গে এনকাউন্টার হয় নকশালদের। এর জেরে ৪-৫ জন নকশাল জখম হয়েছে ও গ্রেফতার হয়েছে পাঁচজন।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার রাতে দান্তেওয়াড়ার (Dantewada) বাছেলি পুলিশ স্টেশনের (Bacheli police station) কাছে ডবল লাইনের কাজে (doubling the railway track) ব্যবহৃত একটি জেসিবি মেশিন (JCB machine) ও লরি (truck) পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে নকশালরা। এই বিষয়টিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে শুরু তাদের তুমুল গুলির লড়াই। এই ঘটনার ফলে ডবল লাইনের কাজে ব্যবহৃত জেসিবি মেশিন ও লোহার রড আনার কাজে ব্যবহৃত লরি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই এলাকায় লুকিয়ে থাকা নকশালদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আরও পড়ুন: Priyanka Gandhi On Rahul Gandhi: 'রাহুল দেশের মানুষের হয়ে কথা বলবেন, সত্যের পথে চলবেন', দোষী সাব্যস্ত হওয়ার পর ট্যুইট প্রিয়াঙ্কা গান্ধীর