Representative Image (Photo Credit: File)

Jantar Mantar Suicide: দিল্লির যন্তরমন্তরে চাঞ্চল্যকর ঘটনা। এদিন সকালে মধ্যপ্রদেশের ৪০ বছরের এক ব্যক্তি নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করলেন। বোনের চাকরির দাবিতে ৫ মাসের আন্দোলনের পর হতাশ হয়ে মাঝবয়সী সেই ব্যক্তি আত্মহত্যা করেন। নিহতের নাম লোকেন্দ্র পরাশর, তিনি মধ্যপ্রদেশের মোরেনা জেলার বাসিন্দা। গত পাঁচ মাস ধরে তিনি তাঁর বিধবা বোনের জন্য ক্ষতিপূরণের (compassionate ground) ভিত্তিক চাকরির দাবিতে অনশন ও ধর্না চালিয়ে যাচ্ছিলেন।

কীভাবে হয় ঘটনাটি

সোমবার সকাল প্রায় ৯টা নাগাদ লোকেন্দ্র একটি পিস্তল থেকে নিজের মাথায় এক রাউন্ড গুলি চালান। উপস্থিত প্রতিবাদকারীরা ও পথচারীরা ছুটে আসলেও ঘটনাস্থলেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং অস্ত্রটি বাজেয়াপ্ত করে। আত্মহত্যার অভিযোগে (BNSS-এর ধারা ১৯৪ অনুযায়ী) পার্লামেন্ট স্ট্রিট থানায় মামলা দায়ের হয়েছে। জানা গিয়েছে, ২০২৫ সালের জুলাই মাস থেকে লোকেন্দ্র যন্তর মন্তরে অবস্থান ধর্মঘট করছিলেন। তাঁর দাবি ছিল, মধ্যপ্রদেশ সরকার যেন তাঁর বোনকে চাকরি দেয়। যাঁর স্বামী ২০১৯ সালে মারা যান।

দেখুন খবরটি

"আন্দোলনের হতাশা থেকেই আত্মহত্যা"

বোনের স্বামী মধ্যপ্রদেশ স্কুল শিক্ষা দফতরের পিয়ন ছিলেন। এক সিনিয়র পুলিশ অফিসার বলেন,"লোকেন্দ্র দফতরে বারবার আবেদন করেছিলেন, এমনকি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও দেখা করেন। কিন্তু কোনও সিদ্ধান্ত হয়নি। শেষ পর্যন্ত হতাশ হয়ে তিনি দিল্লিতে এসে অনির্দিষ্টকালের ধর্না শুরু করেন।"সহ-প্রতিবাদকারীদের বক্তব্য, সাম্প্রতিক সপ্তাহগুলোতে লোকেন্দ্র ক্রমশ মানসিকভাবে ভেঙে পড়ছিলেন। তিনি নাকি বারবার বলতেন, "যদি আমি বেঁচে থাকতে থাকতে সরকার না শোনে, আমার মৃত্যুর পর হয়তো শুনবে।"