Photo Credits: Wikipedia and PTI

দেশজুড়ে লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। দেশের ১১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি লোকসভা আসনে ভোট দিচ্ছেন ভোটাররা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় মন্ত্রী জোতিরাদিত্য সিন্ধিয়া, এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে, অখিলেশ যাদবের স্ত্রী তথা এসপি নেত্রী ডিম্পল যাদব-এর মত হেভিওয়েটরা এবারের দফায় প্রার্থী। এদিন সকালে আমেদাবাদে ভোট দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোট দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এনসিপি প্রধান শরদ পাওয়ার, তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র, বলিউড অভিনেতা রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা।

দুপুর ১টা পর্যন্ত তৃতীয় দফায় দেশে ভোটদানের হার ৪০ শতাংশের কাছাকাছি। যে ১১টি রাজ্যে ভোট চলছে তার মধ্যে দেশের মধ্যে ভোটদানের হারে সবার আগে পশ্চিমবাঙলা। বাংলায় চারটি কেন্দ্রে ভোট চলছে। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ-এই চারটি কেন্দ্রে দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার ৪৯.২৭ শতাংশ। বাংলার পরেই এই বিষয়ে আছে গোয়া (৪৯.০৪ শতাংশ)। গোয়ায় দুটি লোকসভা আসনে ভোটগ্রহণ চলছে।

দেখুন খবরটি

মহারাষ্ট্রে ভোটদানের হার সবচেয়ে কম। মারাঠা ভূমে দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৩১.৫৫ শতাংশ। মহারাষ্ট্রে ৪৮টি-র মধ্যে ১১টি আসনে ভোট নেওয়া হচ্ছে।