
নয়াদিল্লিঃ পিসির কোল থেকে চারমাসের শিশুকে ছিনিয়ে নিল পোষ্য(Pet)। কুকুরের (Dog)আক্রমণে মৃত্যু চারমাসের শিশুর। ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) আমেদাবাদের (Ahmedabad) হাতিজান এলাকার 'রাধে রেসিডেন্সি'তে। জানা গিয়েছে, ঘরের মধ্যেই ভাইজিকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন হীনা চৌহন নামে এক তরুণী। আচমকাই তাঁকে আক্রমণ করে পোষ্য রটওইলার। হীনার কোল থেকে দুধের শিশুকে ছিনিয়ে নিয়ে তাকে আক্রমণ করে সে। শিশুটিতে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন হীনাও। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
আক্রমণাত্মক পোষ্য কেড়ে নিল চারমাসের শিশুর প্রাণ
এই ঘটনায় ওই আবাসনের অন্যান্য আবাদিকদের অভিযোগ, পোষ্যটি মাঝেমধ্যেই আক্রমণাত্মক হয়ে উঠত। আগেও আবাসনের কয়েকজন আবাসিককে আক্রমণ করে সে। এই ব্যাপারে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও কাজ হয়নি। জানা গিয়েছে, পোষ্যটি দিলীপভাই প্যাটেল নামে এক ব্যক্তির। তাঁর পোষ্যর আচরণ স্বাভাবিক না থাকা সত্ত্বেও কেন তাকে চেইন ছাড়া একা ছেড়ে দেওয়া হয়? প্রশ্ন তুলেছেন আবাসিকরা। শুধু তাই নয়, দিলীপভাই প্যাটেলের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আবাসিকরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কোল থেকে ছিনিয়ে নিয়ে আক্রমণ, পোষ্যর কামরে মৃত্যু ৪ মাসের শিশুর
Read: https://t.co/UG4E2FQQgO
— LatestLY (@latestly) May 13, 2025