IOAA (Photo Credits: www.ioaastrophysics.org)

জ্যোতির্বিদ্যা ও জ্যোর্তিপদার্থবিদ্যার অলিম্পিয়াডে ২০২১ (Olympiad on Astronomy and Astrophysics 2021) ভারতের একেবারে সোনায় সোহাগা মুহূর্ত। চার ভারতীয় ছাত্র জিতে নিলেন স্বর্ণপদক। আরও এক ছাত্র আনলেন রৌপ্য পদক। স্বর্ণপদক জয়ী চার ছাত্র হলেন পুনের চহেল সিং, ফরিদাবাদের অনিলেশ বনসল, মেরঠের আরহান আহমেদ ও হিশারের সুরেন। একই সঙ্গে রৌপ্য পদক জিতেছেন মুম্বইয়ের ধ্রুব আহলাওয়াত। বলাবাহুল্য, চলতি ২০২১ জ্যোতির্বিদ্যা ও জ্যোর্তিপদার্থবিদ্যার অলিম্পিয়াড ভারতের জন্য একেবারে সোনায় মোড়া অলিম্পিয়াড। রামন রিসার্চ ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যাপক এএ দেশপাণ্ডে এবং ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের এএন রামপ্রকাশ এই দলটির নেতৃত্বে ছিলেন। আরও প়ুন-Subramanian Swamy: কাশ্মীর, পেগাসাস, অর্থনীতি, জাতীয় নিরাপত্তা সবেতেই ব্যর্থ, মোদি সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ স্বামীর

ভার্চুয়ালি এই অলিম্পিয়াডের আয়োজিত হয় গত ১৪ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। এই অলিম্পিয়াডে ভারতের পাশাপাশি অংশ নিয়েছিল ব্রাজিল, কানাডা, জার্মানি, চিন, আমেরিকা, ইংল্যান্ড, সুইডেন, গ্রিস, নেপাল ও মালয়েশিচার মতো দেশ। এবছর ছিল ১৪-তম জ্যোতির্বিদ্যা ও জ্যোতির্পদার্থবিদ্যা অলিম্পিয়াড। ২০০৬-এ থাইল্যান্ডে  প্রথম শুরু হয় এই অলিম্পিয়াড।

প্রথমবারের অলিম্পিয়াডে অংশ নেওয়া পাঁচটি দেশ হল থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ইরান, চিন ও পোল্যান্ড।