নয়াদিল্লিঃ দেরি করে স্কুলে (School) আসায় ছাত্রীদের শাস্তি। চার ছাত্রীকে ২০০ উঠবোস করার নির্দেশ শিক্ষকের। আর শতাধিক উঠবোস করে অসুস্থ হয়ে পড়ল ৪ পড়ুয়া। ভর্তি করতে হল হাসপাতালে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বাগুন্ডার কাস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে। অভিযোগ, এদিন পাঁচ মিনিট্ দেরি করে স্কুলে পৌঁছয় দ্বাদশ শ্রেণির ওই চার পড়ুয়া। আর এতেই চটেন শিক্ষক। তাদের শাস্তি দেন তিনি। বলা হয় ক্লাসের বাইরে দাঁড়িয়ে ২০০ টি উটবোস করতে। শিক্ষিকের কথামতো উঠবোস করেই অসুস্থ হয়ে পড়ে তাঁরা। বমি, মাথা ঘোরানোর মতো উপসর্গ দেখা দেয়।
শিক্ষকের শাস্তির জেরে অসুস্থ চার পড়ুয়া, ভর্তি হাসপাতালে
এরপরই তাঁদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে এমজিএম হাসপাতালে স্থানান্তর করা হয়।বর্তমানে ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ওই চার পড়ুয়া। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে স্কুলে। ক্ষোভে ফেটে পড়েছেন অভিভাবকেরা। ইতিমধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার শিক্ষা সচিব মনোজ কুমার। অন্যদিকে হাসপাতালে অসুস্থ ছাত্রীদের দেখতে গিয়েছেন বিধায়ক মঙ্গল কালিন্দি।
৫ মিনিট দেরিতে স্কুলে আসার শাস্তি, ২০০ টি উটবোস করে আইসিইউতে ৪ পড়ুয়া
4 Girl Students In Hospital. They Were Made To Do 200 Sit-Ups For Being Late https://t.co/CJSeWXoLKf pic.twitter.com/UQPHms1QQh
— NDTV (@ndtv) July 28, 2025