Madhya Pradesh: জব্বলপুরে মর্মান্তিক ঘটনা, হাসপাতালের আগুনের গ্রাসে মৃত্যু ১০ জনের
Hospital Fire (Photo Credit: ANI/Twitter)

ভোপাল, ১ অগাস্ট: মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জব্বলপুরের (Jabalputr) একটি হাসপাতাল দাউ দাউ করে জ্বলছে। সংবাদমাধ্য়মে এমনই একটি ভিডিয়ো উঠে আসতেই, তা নিয়ে শোরগোল ছড়ায়। জানা যায়, জব্বলপুরে একটি বেসরকারি হাসপাতাল আগুনের গ্রাসে। বেসরকারি হাসপাতালের ওই আগুন ইতিমধ্যেই ১০ জনের প্রাণ কেড়েছে বলে রিপোর্টে প্রকাশ।

জব্বলপুরের জেলাশাসক জানান, নিউ লাইফ মাল্টিস্পেশালিটি হাসপাতালে আগুনের জেরে ১০ জনের মৃত্যু হয়। সেই সঙ্গে ৩ জন গুরুতর আহত বলে জানা যাচ্ছে। সেই সঙ্গে ওই হাসপাতালে আর কতজন আটকে রয়েছেন, তার খোঁজ চলছে। দমকল প্রাণপণে চেষ্টা শুরু করেছে আগুন নিয়ন্ত্রণে আনার।

 

জব্বলপুরের ওই হাসপাতালে আগুনের গ্রাসে যে ১০ জনের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ৫ লক্ষ করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এমনই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।