
কোচি, ৯ জুন: ভয়াবহ আগুন কেরল উপকূলে। MV WAN HAI 503 নামের একটি জাহাজে যখন বিস্ফোরণ হয়, তখন আরব সাগরের বুক চিরে দাউ দাউ করে ধোঁয়া বের হতে শুরু করে। MV WAN HAI 503 নামের ওই মালবোঝাই জাহাজে আগুন লাগতেই উপকূলরক্ষী বাহিনী সেদিকে ছুটে যায় এবং আগুন নেভানোর চেষ্টা করে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগে জাহাজ যেমন দাউ দাউ করে জ্বলতে শুরু করে, তেমনি পরপর ৪ জন নিখোঁজ। সেই সঙ্গে জাহাজের ৫ কর্মী বিস্ফোরণের জেরে আঘাতপ্রাপ্ত হন। ফলে আঘাত লাগা অবস্থায় জাহাজের ওই কর্মীদের সেখান থেকে প্রাণপন চেষ্টা করে সরিয়ে ফেলা হয়।
কেরলের (Kerala Coast) কোচি উপকূল থেকে ১৩০ নটিক্যাল মাইল দূরে এই সিঙ্গাপুরের ওই মালবোঝাই জাহাজে (Singapore-Flagged Cargo Ship) বিস্ফোরণ হয় এবং সেটি দাউ দাউ করে জ্বলতে শুরু করে। আরব সাগরের বুক চিরে যখন কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে বের হতে শুরু করে, তা দেখে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
আরও পড়ুন: Cargo Ship Catches Fire: মাঝ সমুদ্রে জাহাজে ভয়াবহ বিস্ফোরণ, দেখুন ভিডিও
দেখুন আরব সাগরের বুকে কীভাবে জ্বলছে সিঙ্গাপুরের জাহাজ...
Fire broke out on container ship Wan Hai 503 off Beypore coast. 18 crew rescued, 4 missing. Indian Coast Guard leads firefighting and rescue ops.
Find the complete story on #PBSHABD. Free to sign up and use for media organizations on https://t.co/ymeCiFbvrZ@IndiaCoastGuard |… pic.twitter.com/9NAeJECGX7
— PB-SHABD (@PBSHABD) June 9, 2025
সিঙ্গাপুরের জাহাজে আগুন লাগার পরপরই উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে কাজ শুরু করে ভারতীয় নৌবাহিনীও। আইএনএস সুরাট এবং আইএনএস গারুডা একসঙ্গে কাজ শুরু করে এবং ওই জাহাজের আহত কর্মীদের উদ্ধার করে।
প্রসঙ্গত সিঙ্গাপুরের ওই জাহাজে মোট ২২ জন কর্মী ছিলেন। ফলে নিখোঁজ কর্মীদের খোঁজে আরব সাগরে জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে বলে খবর।
বিদেশি জাহাজে বিস্ফোরণের পর একের পর এক ভিডিয়ো প্রকাশ্যে আসতে শুরু করে...
On 09 Jun 25, fire incident reported onboard Singapore-flagged container vessel MV Wan Hai 503 , 78 NM off #Beypore.⁰ @indiannavy diverted INS Surat & planned DO sortie from #INSGaruda.⁰ @IndiaCoastGuard deployed multiple assets including CG Dornier for rescue &… pic.twitter.com/rf7n6gfLA6
— PRO Defence Kochi (@DefencePROkochi) June 9, 2025