অগ্নিগর্ভ নেপালে অশান্তির মধ্যেই জেল থেকে পালিয়েও শেষরক্ষা হল না। এসএসবি-র হাতে ধরা পড়ল ৩৫ জন বন্দি। বৃহস্পতিবার এসএসবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, সশস্ত্র সীমা বল (Sashastra Seema Bal ) এখনও পর্যন্ত নেপালের জেল থেকে পালিয়ে আসা ৩৫ জন বন্দিকে পাকড়াও করেছে।এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা আধিকারিকদের।৩৫ এর মধ্যে ২২ বন্দিকে উত্তর প্রদেশে ভারত-নেপাল সীমান্তে, ১০ জনকে বিহারে এবং তিনজনকে পশ্চিমবঙ্গে আটক করা হয়েছে। সংখ্যা এখনও বাড়ছে। নেপালি সংবাদমাধ্যম সূত্রে খবর, কাঠমাণ্ডু, পোখরা, ললিতপুরের কমপক্ষে ১৮টি জেল ভেঙে প্রায় ৬ হাজার বন্দি পালিয়ে গিয়েছে। এর পরেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে সশস্ত্র সীমা বল। রক্সোল, সুপৌল, সীতামারহি জেলায় টহল বাড়ানো হয়েছে, অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে সীমান্ত।
সশস্ত্র সীমা বল-এর হাতে ধরা পড়ল নেপাল জেল থেকে পলাতক ৩৫ জন বন্দি-
Sashastra Seema Bal (SSB) has so far apprehended 35 inmates who fled from Nepal jails. Of those, 22 inmates were held on the India-Nepal border in Uttar Pradesh, 10 in Bihar, and three in Bengal. The number is still increasing: Officials pic.twitter.com/qCrXLQQBj3
— ANI (@ANI) September 11, 2025
হিংসাত্মক পরিস্থিতির মধ্যেই নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কে পি শর্মা ওলি। একাধিক মন্ত্রীও ইস্তফা দিয়েছেন। নেপালের শাসনভার এখন সেনার হাতে। কাঠমান্ডু-সহ নেপালের বিভিন্ন জেলায় কারফিউ লাগু রয়েছে। এরইমধ্যে জেল থেকে বেরিয়ে আসছে বন্দিরা। স্থানীয় সূত্রে খবর, নেপালের জলেশ্বর জেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ৫৭৬ জন বন্দির মধ্যে একজন বাদে সকলে পালিয়ে গিয়েছে। পোখরা জেল থেকেও ৯০০ বন্দি পালিয়ে গিয়েছে। কাঠমাণ্ডুর নাখু জেল ভেঙে বন্দিদের ছাড়িয়ে নিয়ে গিয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রবি লাচিমানের সমর্থকরা।