চেন্নাই, ২৬ এপ্রিল: আইআইটি মাদ্রাজে (IIT Madras) হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এবার আইআইটি মাদ্রাজে আরও নতুন করে ৩১ জনের সংক্রমণের খবর মেলে। যার জেরে এই মুহূর্তে আইআইটি মাদ্রাজে করোনার কবলে ১১১ জন পড়ুয়া। এমনই জানানো হয়েছে তামিলনাড়ু (Tamil Nadu) স্বাস্থ্য দফতরের তরফে।
IIT Madras COVID cluster | 31 more positive cases reported today. Total positive cases 111 now: Tamil Nadu health department
— ANI (@ANI) April 26, 2022
সম্প্রতি আইআইটি মাদ্রাজে ১৮ জন পড়ুয়া করোনায় (Corona) আক্রান্ত বলে জানা যায়। তার আগে আরও ১২ জন পড়ুয়া সংক্রমিত হন। সম্প্রতি আইআইটি মাদ্রাজে যে পড়ুয়ারা করোনায় আক্রান্ত হন, তাঁরা প্রত্যেকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলে থাকেন। ফলে একের হস্টেল-সহ কলেজ ক্যাম্পাসে কোভিড আতঙ্ক ক্রমশ জোরদার হয়। আইআইটি মাদ্রাজে মোট ৩০ জন পড়ুয়া করোনার কবলে। এই খবর প্রকাশ্যে আসার ৪ দিন পর ফের সংক্রমণের খবর মেলে।
আরও পড়ুন: COVID 19: ফের জোরাল থাবা করোনার, আইআইটি মাদ্রাসে ৩০ জন পড়ুয়া আক্রান্ত কোভিডে
যা নিয়ে গোটা আইআইটি মাদ্রাজ জুড়ে আতঙ্ক ছড়াতে শুরু করে।