Baramulla Encounter (Photo: ANI)

শ্রীনগর, ২১ এপ্রিল: উত্তর কাশ্মীরের বারামুল্লা (Baramulla) জেলায় নিরাপত্তা বাহিনী (Security Forces) ও জঙ্গিদের (Terrorists) মধ্যে সংঘর্ষ। ঘটনায় ভারতীয় সেনার ৩ জওয়ান ও একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। জম্মু ও কাশ্মীর পুলিশের কাশ্মীর জোনের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার বলেছেন, "এনকাউন্টারের সঠিক অবস্থান হল মালওয়াহ এলাকা। প্রাথমিক গুলি বিনিময়ে তিনজন সেনা এবং একজন অসামরিক ব্যক্তি সামান্য আহত হয়েছেন। অপারেশন চলছে। আরও বিস্তারিত জানা যাবে।"

সন্ত্রাসবাদীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল এলাকাটি ঘিরে ফেল তল্লাশিতে নামে। খানিক পরেই সন্ত্রাসবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়।

এখনও অভিযান চলছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল বাহিনী। স্থানীয়দের বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।