NASA (Photo credits: PTI)

হায়দরাবাদ, ১১ জুন: ভেন্টিলেটর তৈরির জন্য হায়দরাবাদের তিনটি সংস্থাকে বাছাই করেছে নাসা (NASA)। বৃহস্পতিবার একথা ঘোষণা করলেন তেলেঙ্গানার (Telengana) শিল্পমন্ত্রী কেটি রামা রাও (KT Rama)। করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য VITAL ভেন্টিলেটর তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে এই তিনটি সংস্থাকে। আরও পড়ুন: Community Transmission: কমিউনিটি ট্রান্সমিশন কী? ভারতে কী সত্যিই শুরু হয়েছে কমিউনিটি ট্রান্সমিশন? 

Haryana & Maharashtra Assembly elections: হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ২১ অক্টোবর

মোট ২১ টি সংস্থাকে বাছাই করা হয় প্রাথমিকভাবে। সেখান থেকে Alpha Design Technologies Pvt Ltd, Bharat Forge Ltd and Medha Servo Drives Pvt Ltd-এই তিনটি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয় এই ভেন্টিলেটর তৈরির। নাসার সঙ্গে যৌথভাবে এই VITAL ভেন্টিলেটর তৈরি করা হবে এটি।

নাসার তরফ থেকে টুইটে করে জানানো হয়েছে, "কোভিড-১৯-র চিকিৎসার জন্য এই স্পেশাল ভেন্টিলেটর তৈরি করছি আমরা। সহজে এবং কম খরচে চিকিৎসার জন্য এই ভেন্টিলেটরের ভূমিকা অনবদ্য। যেকোনও হাসপাতালে ব্যবহার করা যেতে পারে এই ভেন্টিলেটরটি।"