এ হল শুকনো লঙ্কা মেলা। বড় মেলা চত্বর জুড়ে শুধু লঙ্কা আর লঙ্কা। শ খানেকের ওপর স্টল আছে এই শুকনো লঙ্কা মেলায়। কর্ণাটকের হুব্বাল্লিতে চলছে তিন দিনের এই মেলা। আসলে এই অঞ্চলটা শুকনো লঙ্কার জন্য গোটা দেশের কাছে বিখ্যাত। হুব্বাল্লির শুকনো লঙ্কা মানেই রান্নার স্বাদটাই বদলে যাওয়া। ভাল শুকনো লঙ্কার খোঁজে বহু দূর দূরান্ত থেকে মানুষরা এসেছেন মেলায়। লঙ্কার মেলায় ঝাল খুঁজতে হাসি মুখে স্টলে স্টলে ঘুরছেন মানুষ।
এই মেলা থেকে কোনোরকম মধ্যবর্তী কারবারী বা মিডল-ম্যান ছাড়াই সরাসরি কৃষকদের থেকে লঙ্কা কিনতে পারছেন সাধারণ মানষ ব্যবসায়ীরা। শতাধিক লঙ্কা কৃষক স্টল দিয়েছেন এই মেলায়। শুকনো লঙ্কা মেলায় আছে লঙ্কা নিয়ে নানা খাবারের স্টলও। শুকনো লঙ্কার আচার, শুকনো লঙ্কার শশও মিলছে ন্যায্য দামে। আরও পড়ুন-ভোট ঘোষণার আগে কর্ণাটকে প্রার্থীর হার্ট অ্য়াটাকে মৃত্যু
দেখুন ছবিতে
3-day dry Chilli fair in Hubballi, Karnataka, more than 100 farmers participate
Chilli Mela happens in Hubballi every year. The benefit of this Mela is that there are no middlemen involved, we sell Chilli to customers directly & we get a better price: Khaleel Ahmed, Seller pic.twitter.com/WKOJRV5m7h
— ANI (@ANI) January 21, 2023
তিনদিন ধরে চলবে এই শুকনো লঙ্কা মেলা। প্রতি বছরই শীতের মরসুমে হয় এই মেলা। বইমেলা, খাদ্য মেলা, পোশাক মেলা, পাখির মেলা, শিল্প মেলার মত কর্ণাটকের শুকনো লঙ্কা মেলা নিয়েও সাধারণ মানুষের উতসাহ দেখে অবাক হওয়ার জোগাড়।