ক'দিন আগেই তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল দল। আর জমিয়ে নির্বাচন প্রচার শুরুর মুখেই হার্ট অ্যাটাকের কারণে প্রয়াত হলেন জেডি (এস) প্রার্থী শিবানন্দ পাতিল। বিজাপুরের সিন্দাগি বিধানসভা কেন্দ্রে ৫৪ বছরের অবসরপ্রাপ্ত সেনা কর্মীকে প্রার্থী করেছিল এইচডি দেবেগৌড়া-কুমারস্বামীর জনতা দল (সেকুলার)। কিন্তু প্রথমবার নির্বাচনে প্রার্থী হয়ে ভোট শুরুর আগে প্রয়াত হলেন তিনি। কর্ণাটকের রাজনীতি ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। স্নায়ুর চাপ বাড়ছে। ভোট ঘোষণার আগে প্রার্থীর মৃত্যু সেই স্নায়ুর চাপ থে
চলতি বছর মে মাসে ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ভোট হতে চলেছে। তার আগে বেশ কয়েকটি রাজনৈতিক দল বেশ কিছু আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে।আরও পড়ুন-তুষার- বরফে ঢাকা হিমাচলে পর্যটকদের ঢল, হোটেল মালিকদের সঙ্গে খুশি স্থানীয়রাও
দেখুন টুইট
Karnataka: JDS' Sindagi Assembly candidate Sivananda Patil dies of heart attack
Read @ANI Story | https://t.co/kwwcwP6Ayv#Karnataka #JDS #SivanandaPatil pic.twitter.com/fS4Nr8uMPy
— ANI Digital (@ani_digital) January 21, 2023
২০২১ সালে উপনির্বাচনে বিজেপি সিন্দাগি-তে জিতলেও, আগে এই আসনটি ছিল জেডি(এস)-এর দখলে। তবে তিন বছরের মধ্যে এখানে দেবেগৌড়ার দলের ভোট কমেছিল ৬৬ হাজার। আর তাই শিবাননন্দের মত স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে দাঁড় করিয়ে গড় পুনরুদ্ধার করতে চেয়েছিলেন এইচি কুমারস্বামী।