হান্ডওয়ারা, ৪ মে: লকডাউনের মধ্যেই গুলির লড়াইয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা। ঘটনায় শহিদ হয়েছেন তিন জওয়ান এবং গুরুতর আহত ১। জম্মু-কাশ্মীরের কুপওয়ারায় হান্ডওয়ারাতে গুলির লড়াই। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ওয়ানগাম স্টপে টহল দিচ্ছেন সিআরপিএফ জওয়ানেরা। সেখানে আচমকাই হামলা চালায় জঙ্গিরা। তাদের পরিচয় এখনও মেলেনি। জঙ্গিদের হামলার পাল্টা জবাব দেয় সিআরপিএফ জওয়ানেরাও। গুলির লড়াইয়ে ১ জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আরও পড়ুন: Coronavirus Update in West Bengal: আক্রান্তের সংখ্যা বেড়ে ১,২৫৯, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের
গোটা এলাকাটি ঘিরে ফেলেছে পুলিশ। শুরু হয়েছে চিরুণি তল্লাশি। এখনও হত জঙ্গির পরিচয় জানা যায়নি।
3 CRPF personnel have lost their lives, 7 injured in terrorist attack in Handwara(J&K), CRPF officials tell ANI https://t.co/tG0NbdOgTG
— ANI (@ANI) May 4, 2020
গতকাল অর্থাৎ রবিবারই হান্ডওয়ারায় হামলা করে জঙ্গিরা। ঘটনায় ৫ জন নিরাপত্তা রক্ষী, একজন আর্মি অফিসার এবং মেজর শহিদ হয়েছিলেন ঘটনায়। ভারতীয় সেনার তরফে বিবৃতিতে জানানো হয়, গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে হান্ডওয়ারাতে জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হয়।