Rail. (Photo Credit: X@careers360)

Train Attacks:উত্তর প্রদেশের মোরাদাবাদে (Moradabad) অবাক কাণ্ড। কদিন আগে সেখানে চলন্ত ট্রেন লক্ষ্য করে বোমা ছোঁড়ার বিস্ফোরক অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে নেমে দীপু সাইনি (Deepu Saini) নামের ২৬ বছরের এক যুবককে গ্রেফতার করল উত্তর প্রদেশ পুলিশ (UP Police)। সেই যুবক জানায়, তার ভাই ইউপি সরকারের বুলডোজার উচ্ছেদের কারণে আত্মহত্যা করে। আর সেই রাগে ও প্রশাসনের বিরুদ্ধে প্রতিশোধে সে দুবার চলন্ত ট্রেনে পেট্রোল বোমা ছোড়ে। সেই যুবক ট্রেনে আক্রমণ করার আরও একবার পরিকল্পনা করেছিল বলে পুলিশকে জানায়। পেট্রোল বোম তৈরির সময় তাকে ধরে ফেলে পুলিশ।

তৃতীয়বার চলন্ত ট্রেনে হামলার সময় ধরা পড়ে যায় দীপু

মুরাদাবাদের লোক শেড পুলের কাছে, দীপু ঝোপঝাড়ে লুকিয়ে থাকার সময় তাকে গ্রেফতার করে রেল পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে। দীপুর কাছ থেকে পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রেল পুলিশের সহযোগিতায় মুরাদাবাদ পুলিশ এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে, এবং দীপু সাইনির সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কেন এমন করল দীপু?

দেখুন কী বলল ট্রেনে বোমা ছোড়া কাণ্ডে অভিযুক্ত দীপু সাইনি

কেন এই কাণ্ড

দীপুর ভাই চেতন সাইনি গত ৩০ জুলাই আত্মহত্য়া করে। মুরাদাবাদের মান্ডি সমিতি এলাকায় একটি অবৈধ নির্মাণ ভাঙার হতাশায় চেতন আত্মহত্যা করেছিলেন। সেই এলাকাতেই চেতনের ফলের দোকান ছিল। চেতন সাইনির পরিবার অভিযোগ করেছে, অবৈধ নির্মাণ অপসারণের সময় আগে থেকে নোটিশ দেওয়া হয়নি।

যোগী সরকারের বিরুদ্ধে অভিযোগ

২০ বছরের পুরনো দোকান ভেঙে যাওয়ায় তাদের বেঁচে থাকার কোনও আশা ছিল না। এই হতাশায় আত্মহত্যা, ভাইয়ের প্রতিশোধে ট্রেনে হামলা। এই আত্মহত্যার পিছনে প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে প্রতিশোধ তুলতেই ট্রেনে হামলার ছক কষে দীপ। বোমা ছো়ড়ার আগে দীপুর পরিকল্পনা ছিল, সাওয়ান মাসে ট্রেনে আগুন লাগিয়ে বড় ধরনের ঘটনা ঘটিয়ে পরিস্থিতি অশান্ত করতে। যাতে প্রশাসন চাপে পড়ে যায়।