Crocodiles in Vadodara (Photo Credits: X)

ভাদোদরা, ১ সেপ্টেম্বরঃ বৃষ্টির সঙ্গে জমা জলে বন্যা পরিস্থিতির জেরে যখন অতিষ্ঠ গুজরাটবাসী, তখন ভাদোদরায় (Vadodara) অন্য আতঙ্ক। লোকালয়ে জমা জলে অবাধে ঘুরে বেরাচ্ছে কুমির (Crocodiles)। ভারী বৃষ্টির জেরে বিশ্বমিত্রী নদীর (Vishwamitri River) জল বিপদসীমা ছাড়িয়ে ভাসিয়ে দিয়েছে বিস্তীর্ণ এলাকা। যার ফলে নদী থেকে শয়ে শয়ে কুমির বেরিয়ে বিচরণ করছে রাস্তা, বাড়ির উঠোন, পার্ক, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ, এমনকি বাড়ির ছাদে। পরিস্থিতি এমনই যে ভাদোদরায় প্রাণ হাতে নিয়ে বাঁচতে হচ্ছে স্থানীয়দের। ইতিমধ্যেই কুমিরের হামলায় সেখানে একজনের মৃত্যুর খবর মিলেছে। স্থানীয়দের আতঙ্কমুক্ত করতে বন দফতরের তরফে শুরু হয় কুমির ধরার কাজ। কুমিরগুলোকে উদ্ধার করে পুনরায় তাদের বাসস্থান বিশ্বমিত্রী নদীতে ফিরিয়ে দেওয়ার অভিযান শুরু করেছে বন বিভাগের কর্মীরা। বন বিভাগের একজন কর্মকর্তা রবিবার জানালেন, গত ৩ দিনে ভাদোদরার আবাসিক এলাকা থেকে ২৪টি কুমির (Crocodiles) উদ্ধার করা গিয়েছে।

ভাদোদরা রেঞ্জ ফরেস্ট অফিসার করণসিংহ রাজপুত এ প্রসঙ্গে বললেন, বিশ্বমিত্রী নদীটিতে ৪৪০টি কুমিরের বাস। যার মধ্যে বেশিরভাগই আজওয়া বাঁধ থেকে জল ছাড়ার কারণে বন্যার সময় আবাসিক এলাকায় চলে আসে। তিনি আরও জানালেন, ভাদোদরার বিভিন্ন এলাকা থেকে ২৪টি কুমির ছাড়াও এই তিন দিনে সাপ, কোবরা, প্রায় ৪০ কিলোগ্রাম ওজনের পাঁচটি বড় কচ্ছপ এবং একটি সজারু সহ ৭৫টি অন্যান্য বন্য প্রাণীও উদ্ধার করা গিয়েছে।

সদ্য নেটপাড়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, কুমির ধরে বাইকে করে নিয়ে যাচ্ছে দুই যুবক। উদ্ধার হওয়া বন কুমিরটিকে বন দফতরের হাতে তুলে দিতে যাচ্ছেন তাঁরা।

দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিয়ো...  

বন দফতর সূত্রে খবর, ভাদোদরার আবাসিক এলাকা থেকে উদ্ধার হওয়া সবচেয়ে ছোট কুমিরটি দুই ফুট লম্বা। অন্যদিকে সবচেয়ে বড়োটির দৈর্ঘ্য ১৪ ফুট।