দেশের দ্বিতীয় সর্বাপেক্ষা বেশিদিন মুখ্যমন্ত্রী থাকার নজির গড়লেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মুখ্যমন্ত্রীত্বের রেকর্ড ভাঙলেন তিনি। জ্যোতি বসু ২৩ বছর ১৩৭ দিন মুখ্যমন্ত্রী পদে ছিলেন । জুন ২১, ১৯৭৭ থেকে নভেম্বর ৫ ২০০০ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। ৫ মার্চ ২০০০ সালে মুখ্যমন্ত্রী পদে বসেন নবীন পট্টনায়েক। তবে সর্বাধিক মুখ্যমন্ত্রীত্ব করা দৌড়ে সবাইকে পেছনে ফেলেছেন সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং। ২৫ বছর অবধি মুখ্যমন্ত্রীত্ব করেছেন তিনি।
১২ ডিসেম্বর ১৯৯৪ সাল থেকে ২৬ মে ২০১৯ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনি। বাবার মৃত্যুর পর ১৯৯৭ সালে রাজনৈতিক কেরিয়ার শুরু করেন নবীন পট্টনায়েক।
২৬ ডিসেম্বর ১৯৯৭ সালে নিজের দল গঠন করেন নবীন পট্টনায়েক। জনতা দল থেকে বেরিয়ে এসে বাবার নামে দল তৈরি করেন তিনি। ১৯৯৮ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত কেন্দ্রীয় স্টিল ও কয়লা মন্ত্রী ছিলেন তিনি।১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত আসকা এলাকা থেকে সংসদও ছিলেন তিনি।
23 years and counting: Naveen Patnaik becomes 2nd longest-serving Chief Minister in India
Read @ANI Story | https://t.co/h7Q0O7a7QA#NaveenPatnaik #2ndlongestCM #Odisha pic.twitter.com/oWiU0RxSdV
— ANI Digital (@ani_digital) July 23, 2023