নয়ডা, ১৭ জুন: এবার হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন কোভিড-১৯ রোগী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায়। সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসের রিপোর্ট বলছে, বছর ২৩-এর এক তরুণী করোনার উপসর্গ নিয়ে নয়ডার (Noida) সেক্টর-২৪ এর ইএসআইসি হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার তাঁর লালারসের রিপোর্ট এলে জানা যায়, তিনি কোভিড-১৯ পজিটিভ। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড রিপোর্ট উদ্ধার হয়নি। হাসপাতালের এক কর্মী জানান, ওই রোগিণী নিউমোনিয়ায় ভুগছিলেন। তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। তবে সোমবার তাঁর কোভিড-১৯ টেস্ট হওয়ার আগেই হাসপাতালের সাততলার জানলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন রোগিণী। আরও পড়ুন-Lockdown Divorce: লকডাউনে থমকে আদালতের কাজ, ভিডিও কনফারেন্সিংয়ে হল দম্পতির বিবাহ বিচ্ছেদ
জানা গিয়েচে, ওই তরুণী বাবার কাছে ফলের রস খেতে চেয়েছিলেন। বাবা বেডের পাশ থেকে সরতেই চরমতম সিদ্ধান্ত নিয়ে ফেলেন তরুণী। এরপরে মৃতার পরিবার পুলিশকে জানিয়েছে, দিনে দিনে অসুস্থতা বাড়তে থাকায় অবসাদে চলে যাচ্ছিলেন রোগিণী। এমনিতেই ইএসআইসি কোভিড-১৯ হাসপাতাল নয়। তাই তরুণীর দেহের ময়নাতদন্তের আগেই সুরক্ষার প্রয়োজনে তাঁর লালারসের পরীক্ষা করানো হয়। তাতে কোভিডের জীবাণু মেলে। রিপোর্ট আসে মঙ্গলবার। সরকারি নিয়ম মেনেই মৃতার শেষকৃত্য় সম্পন্ন হবে।