নতুন দিল্লি, ২৪ এপ্রিল: আগামী রবিবার, ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র বেতার অনুষ্ঠান 'মন কি বাত'(Mann Ki Baat)-এর শততম পর্ব হতে চলেছে। তার আগে মোদীর 'মন কি বাত' কতজন শোনেন তা নিয়ে তথ্য সামনে আনল আইআইআইএম রোহতাক। 'মন কি বাত' অনুষ্ঠান কেমন সাড়া পড়েছে তা নিয়ে সমীক্ষা চালায় এই সংস্থা। IIM রোহতাকের (IIM Rohtak) পক্ষে থেকে জানানো হল, দেশের অন্তত ১০০ কোটি মানুষ জানেন প্রধানমন্ত্রী মন কী বাত অনুষ্ঠানের কথা।
সংস্থার সমীক্ষায় প্রকাশ, ১৫ বছর বা তার উর্ধ্বের দেশের প্রায় ৯৬ শতাংশ ভালভাবেই জানেন মন কী বাতের কথা। আরও পড়ুন-চারধাম যাত্রায় যমুনোত্রীর পথে হৃদরোগে মৃত্যু ২ তীর্থযাত্রীর
দেখুন টুইট
#MannKiBaat | Data collection was done in multiple languages - Hindi as well as other regional languages. Nearly 96% of people are aware of Mann Ki Baat. We have included respondents who are about 15 years of age...96% of people are aware of Mann Ki Baat. At least 100 crore… pic.twitter.com/kMJupzIjFW
— ANI (@ANI) April 24, 2023
পাশাপাশি জানানো হল, দেশের ১০০ কোটি মানুষ অন্তত একবার মন কী বাত শুনেছেন। আইআইএম রোহতাকের অধিকর্তা ধীরজ শর্মা জানান, প্রধানমন্ত্রীর 'মন কী বাত' অনুষ্ঠান নিয়মিত দেশের ২৩ কোটি মানুষ শোনেন বা দেখেন। দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর ২০১৪ সালের ৩ অক্টোবর প্রথমবার মন কী বাত নামের অনুষ্ঠান রেডিওতে করেন নরেন্দ্র মোদী। প্রতি সপ্তাহে রবিবার সকালে, দেশের নানা বিষয়ে নিজের মত জানান মোদী।