Coronavirus: নতুন বর কোভিড-১৯ পজিটিভ, কনে-সহ ৬৩ জন আমন্ত্রিত কোয়ারেন্টাইনে
Coronavirus (Photo: PTI)

পালঘর, ১৫ জুন: তিন দিন আগেই সাতপাকে বাঁধা পড়েছিলেন বছর ২২-র যুবক। সোমবার পরীক্ষার পর জানা গেল, করোনা (Coronavirus) আক্রান্ত সদ্য বিবাহিত যুবক। কনে-সহ বিয়েতে হাজির ৬৩ জনকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালঘরে (Palghar)। আরও পড়ুন: Sushant Singh Rajput Funeral: শেষকৃত্য সম্পন্ন হল সুশান্ত সিং রাজপুতের, হাজির ছিলেন অভিনেতার প্রাক্তন বান্ধবী কৃতি শ্যানন এবং ছিঁছোড়ে ছবির সহ-অভিনেতা শ্রদ্ধা কাপুর

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তি একটি ল্যাবের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। বিয়ের আগেই করোনা পরীক্ষা করেছিলেন তিনি। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। বিয়ের পর ফের করোনা পরীক্ষা করানোর পরই জানা যায়, ওই যুবক করোনা আক্রান্ত।

পাত্রের করোনা আক্রান্তের খবর মিলতেই বিয়েবাড়ি অনুষ্ঠানে হাজির থাকা ৬৩ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। কোয়ারেন্টাইনে রয়েছেন কনেও। পালঘরে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১,৯১১, মৃতের সংখ্যা ৬১।