Maoist, Representational Image (Photo Credit: ANI)

ফের ছত্তিশগড়ে (Chhattisgarh) আত্মসমর্পণ করল অসংখ্য মাওবাদী। রবিবার বাস্তার ডিভিশের কাঙ্কের জেলার জগদলপুরের কেশকাল এলাকায় আত্মসমর্পণ করল ২১ জন মাওবাদী। যাঁদের মধ্যে ৩ জন নকশাল নেতা। বিভাগীয় কমিটির সম্পাদক মুকেশ, মাও নেতা কৈলাস ও রাজু এদিন থানায় এসে পুলিশের সামনে অস্ত্রত্যাগ করে। আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছে ৮ জন পুরুষ ও ১৫ জন মহিলা রয়েছে। তাঁদের থেকে উদ্ধার করা হয়েছে ১৫টি ৪ ধরনের বন্দুক। সেগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে।

উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র

বাজেয়াপ্ত হওয়া বন্দুকগুলি ৫টি একে-৪৭, ৪টি এসএলআর, ২টি ইনসাস ও ৬টি ৩০৩। এর আগে চলতি মাসেই দান্তেওয়ারাতে ২১০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছিলেন। তাঁদের থেকে উদ্ধার হয়েছিল ১৩৯টি অস্ত্র। তার আগে গত মাসে কমপক্ষে ২৩১ জন মাওবাদী আত্মসমর্পণ করেছিল। বাজেয়াপ্ত করা হয়েছিল ১৭০টি অস্ত্র। এখনও পর্যন্ত এটাই ছত্তিশগড়ে সবথেকে বেশি মাওবাদী আত্মসমর্পণ করেছিল।

মাওবাদী নিকেশ অভিযান

প্রসঙ্গত, আগামী বছরের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতো ছত্তিশগড়ের পাশাপাশি ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন নকশাল অধ্যুষিত জঙ্গল লাগোয়া এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ দল। বেশিরভাগ ক্ষেত্রেই এনকাউন্টার অভিযানে খতম হচ্ছে মাওবাদীরা। তবে এখনও বেশকিছু জায়গা নকশালদের কব্জায় রয়েছে।