লাইনচ্য়ুত লোকমান্য তিলক এক্সপ্রেস (Photo Credits: ANI)

পুরী, ১৬ জানুয়ারি: সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা ওড়িশায় (Odisha), মুম্বই থেকে ভুবনেশ্বরগামী লোকমান্য তিলক এক্সপ্রেসের (Lokmanya Tilak Express) সাতটি কামরা লাইনচ্যুত হল। এই ঘটনায় ২০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে সালাগাও ও নারগুন্ডি স্টেশনের মধ্যবর্তী স্থানে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেলের উদ্ধারকারী দল। আহতদের প্রত্যেককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে  পূর্বরেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ঘটনার জেরে কেউ মারা যাননি। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে একটি মেডিক্যাল ট্রেন। স্থানীয়রা ভিড় বাড়িয়েছেন। রেলের কর্তাব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। আরও পড়ুন-Russian Government Resigns: রাশিয়ায় সংবিধানের সংস্কার জরুরি, পুতিনের ইচ্ছায় গোটা মন্ত্রিসভা পদত্যাগ করল

গতকালই মুম্বইয়ের কুরলাতে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য সংশ্লিষ্ট লাইনে রেল চলাচল ব্যাহত হলেও কোনও হতাহতের খবর ছিল না। রাত পোহাতেই ফের ঘটল দুর্ঘটনা।

cuttack