ছত্তিশগড়ের (Chhattisgarh) সুকমায় সরকারি প্রস্তাবে সাড়া দিয়ে হাতিয়ার নামালেন একাধিক মাওবাদী। আত্মসমর্পণ করলেন কমপক্ষে ২০ জন, যাঁদের মধ্যে ৯ জন মহিলা ও ১১ জন পুরুষ ছিলেন। বুধবার সকালেই নকশালীরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। এই আত্মসমর্পণকারী মাওবাদীরা ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য সহ সরকারী সমস্ত সুযোগসুবিধা পাবে। এদের মধ্যে নিষিদ্ধ মাও সংগঠন সিপিআই (মাওবাদী)-র সশস্ত্র শাখা পিএলজিএ অর্থাৎ পিপলস লিবারেশন গেরিলা আর্মির সবচেয়ে দক্ষ বাহিনী ১ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা রয়েছে।
আত্মসমর্পণকারী নকশাল নেতাদের মাথার দাম কত ছিল?
আত্মসমর্পকারী মাওবাদীদের মাথার দাম ছিল ৩৩ লক্ষ টাকা। এদের মধ্যে শর্মিলা ওরফে উইকা ভিম (২৫) এবং তাতি কোসি ওরফে প্রমিলার (২০) মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা করে। মুচাকা হিডমার (৫৪) মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। মুচাকা পিএলজিএ কমান্ডার ছিল। এছাড়া ৪ মাও নেতার মাথার দাম ৪ লক্ষ টাকা করে। শুধুমাত্র আত্মসমর্পণকারী মাওবাদী সমাজের মূল স্ত্রোতে ফিরিয়ে আর্থিক সাহায্যের পাশাপাশি পুনর্বাসন ও কর্মসংস্থানের সুবিধা করে দিচ্ছে ছত্তিশগড় সরকার।
অব্যাহত মাওবাদী নিকেশ অভিযান
প্রসঙ্গত, আগামী বছরের মধ্যে গোটা দেশ দেশকে মাওবাদীমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মতো যুদ্ধকালীন তৎপরতায় ছত্তিশগড়, মহারাষ্ট্র ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশের মাও অধ্যুষিত এলাকায় মাওবাদী নিকেশ অভিযান শুরু করেছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ সদস্যরা। ইতিমধ্যেই একাধিক জঙ্গল এলাকাকে মাওবাদীমুক্ত করেছে যৌথ বাহিনী।