নয়াদিল্লিঃ স্কুলে(School) যেতে অনীহা। চোখে মুখ ভয়ের ছাপ। ছেলের এই আচরণ দেখে সন্দেহ হয় বাবা-মায়ের। এরপর ছেলের মুখে নির্মম অভিজ্ঞতা শুনে পুলিশের দ্বারস্থ বাবা-মা। এবার স্কুলে সিনিয়রের যৌন হেনস্থার(Sexual Assault) শিকার ১২ বছরের ছাত্র। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) গোরক্ষ্মপুরে(Gorakhpur )।
স্কুলে লাগাতার যৌন হেনস্থা, কাঠগড়ার সিনিয়র
জানা গিয়েছে, বেশকিছু দিন ধরেই স্কুলে যেতে অনীহা দেখা দেয় ওই ছাত্রের মধ্যে। নিজেকে একপ্রকার একঘরে করে দিয়েছিল সে। ছেলের আচরণে উদ্বেগ বাড়ে বাবা-মায়ের। এরপর ছেলেকে চেপে ধরলে কান্নায় ভেঙে পড়ে সে। বাবা-মাকে সে জানায়, ১৫-২০ দিন ধরে স্কুলের মধ্যে যৌন নির্যাতনের শিকার সে। লাগাতার তাকে অত্যাচার করত স্কুলেরই এক সিনিয়র। এই ঘটনার কথা কাউকে না জানানোর জন্য হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল তাকে। এরপরই পুলিশের দ্বারস্থ হয় ওই নাবালকের পরিবার। রেকর্ড করা হয় ওই ১২ বছরের ছাত্রের বয়ান। নাবালকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সিনিয়রের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে রাজঘাট থানার পুলিশ। তদন্ত চলছে।
স্কুলে যৌন হেনস্থার শিকার ১২ বছরের কিশোর
Gorakhpur Shocker: 12-Year-Old Boy Alleges Harassment by Senior Students in Uttar Pradeshhttps://t.co/LfyXt5bPTU#Gorakhpur #Harassment #UttarPradesh
— LatestLY (@latestly) December 28, 2024