নয়াদিল্লিঃ টানা বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত রাজস্থান(Rajasthan)। জলের (Water) তলায় মরুরাজ্যের বিস্তীর্ণ এলাকা। প্রবল বৃষ্টিতে উপচেছে সওয়াই মাধোপুর জেলার সুরওয়াল বাঁধ। জলস্রোতের জেরে গ্রামের কাছে প্রায় , ১০০ ফুট চওড়া এবং ৫৫ ফুট গভীর খাদের সৃষ্টি। আতঙ্কে গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, ইতিমধ্যেই বাঁধের জল উপচে চাষের জমিতে ঢুকতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত ফসল। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির সম্মুখীন জাডাওয়াটা গ্রাম। এই গ্রামে ক্ষতিগ্রস্ত দোকানপাট, ঘরবাড়ি। ভেঙে পড়েছে মন্দির। কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই রাজস্থানের বিভিন্ন অঞ্চলে হাজির রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বেশকিছু এলাকায় মোতায়েন সেনা। চলছে উদ্ধারকাজ। নীচু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন শয় শয় মানুষ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে রাজস্থানে আরও বৃষ্টি হতে পারে। দুর্যোগের পরিমাণ বাড়লে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলেই আশঙ্কা করা হচ্ছে।
অতিবৃষ্টিতে বিপর্যস্ত রাজস্থান, বাঁধ উপচে ২ কিমি লম্বা গহ্বর সৃষ্টি, আতঙ্কে রাত কাটছে গ্রামবাসীদের
2-Km Crater Forms In Rajasthan Village As Dam Overflows Due To Heavy Rainhttps://t.co/Y7JNcxauTQ pic.twitter.com/WAwYaXgBY9
— NDTV (@ndtv) August 24, 2025