Shot Dead (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ দুই বাংলাদেশি (Bangladeshi) পাচারকারীকে(Smugglers) গুলি করে মারল বিএসএফ। গুলিতে জখম আরও এক পাচারকারী। মৃতদের কাছ থেকে উদ্ধার ১৪-১৫ লক্ষ টাকা মূল্যের ভায়াগ্রা ট্যাবলেট। জানা গিয়েছে, ত্রিপুরা সীমান্তের কাছে বিএসএফের গুলিয়ে ঝাঁজরা হয় দুই পাচারকারী। ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হয় বাংলাদেশের হাতে। মৃতদের মধ্যে একজনের নাম লিটন মিঞা। আর একজনের পরিচয় জানানো যায়নি। গুলিবিদ্ধ অবস্থায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে যায় তিনি। এরপর হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর।

সীমান্তে গুলিবিদ্ধ দুই পাচারকারী, আহত ৩

বিএসএফ সূত্রে খবর, দক্ষিণ ত্রিপুরার আন্তর্জাতির সীমান্তে এদিন টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা। সেই সময়ই সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে ওই পাচারকারীরা। তাঁদের বাধা দেন জওয়ানরা। বাধা পেয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন পাচারকারীরা। প্রথমে জওয়ানদের উপর হামলা চালায় পাচারকারীরা। পাল্টা গুলি চালান বিএসএফ জওয়ানরা। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে পাচারকারীরা।

এই প্রসঙ্গে বিএসএফ-এর এক কর্তা বলেন, "বিএসএফের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন তিন পাচারকারী। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দু'জন সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। বাংলাদেশের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁদের মধ্যে একজনের। আর একজনের চিকিৎসা চলছে।"

ভারতে ভায়াগ্রা পাচারের চেষ্টা, সীমান্তে বিএসএফের গুলিতে ঝাঁজরা ২ পাচারকারী