নয়াদিল্লিঃ আর জি কর কাণ্ডের(R G Kar Rape Case) পর যখন বারেবারে প্রশ্নের মুখে হাসপাতালে কর্মরত ডাক্তারদের( On Duty Doctors) নিরাপত্তা। তখন দিল্লিতে(Delhi) ঘটে গেল একটি হাড়হিম করা ঘটনা। হাসপাতালের(Hospital) ভিতরে গুলি(Shot Dead) করে খুন করা হল কর্তব্যরত ডাক্তারকে। মৃত চিকিৎসকের নাম জাভেদ আখতার। জানা গিয়েছে, বুধবার পায়ে চোট নিয়ে হাসপাতালে এসেছিল দুই কিশোর। সেখানেই চিকিৎসা চলছিল তাদের। কেবিনের ভিতরে ঢোকার চেষ্টা করে অভিযুক্তরা। এরপরই কেবিনে ঢুকে গুলি চালায় তারা। মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় চিকিৎসকের। এরপরই হাসপাতাল ছেড়ে পালায় অভিযুক্তরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। প্রসঙ্গত, কলকাতার আর জি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনার পর থেকেই চর্চায় উঠে এসেছে কর্মক্ষেত্রে ডাক্তারদের নিরাপত্তা। এই নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছেন জুনিয়র ডাক্তাররা। দিল্লির এই ঘটনা আরও একবার প্রমাণ করে দিয়েছে ডাক্তারদের নিরাপত্তার অভাব।
হাসপাতালের ভিতর ডাক্তারকে গুলি করে খুন করল রোগী
#BreakingNews: #Doctor Killed Inside #Hospital in Delhi#Delhi Doctor Killed At Point-blank
2 Assailants Came For Treatment
Opened Fire At Doctor In His Cabin#DelhiPolice Scans CCTV Footage
Hunt Underway For Two Suspects@NivedhanaPrabhu | @priyanktripathi reports pic.twitter.com/0S9ErgLvHY
— Mirror Now (@MirrorNow) October 3, 2024