মুম্বই, ২৬ জুন: প্রয়াত হলেন ১৯৭১ ভারত-পাাকিস্তান যুদ্ধের (Indo-Pakistani War of 1971) বীর যোদ্ধা স্কোয়াড্রন লিডার পারভেজ জামসজি (Sqn Ldr Parvez Jamasji)। ৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় বীরত্বের জন্য বীরচক্রে ভূষিত করা হয়েছিল তাঁকে। তাঁর বয়স হয়েছিল ৭৭। তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে বর্তমান রয়েছেন। যুদ্ধের সময় অপারেশন চালানোর সময় হেলিকপ্টারের পাইলট ছিলেন জামসজি। তিনি আহত হয়েছিলেন। সেই কারণে হাঁটতে গেলে তাঁকে লাঠি ব্যবহার করতে হত। দাদরের পারসি কলোনির বাসিন্দা বিমান বাহিনীর প্রাক্তন এই পাইলট অসুস্থ হয়ে বৃহস্পতিবার রাতে মারা যান।
বায়ুসেনার প্রাক্তন এই পাইলট ১৯৬৫ সালে কাজে যোগ দেন ও ১৯৮৫ সালে অবসর গ্রহণ করেছিলেন। তাঁর বীরচক্র উদ্ধৃতিতে লেখা আছে, "১৯৭১ সালের ডিসেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চলাকালীন ফ্লাইট লেফটেন্যান্ট পারভেজ রুস্তম জামসজি হেলিকপ্টার ইউনিট নিয়ে কর্মরত ছিলেন। তাঁর হেলিকপ্টারে দু'বার মেশিনগান দিয়ে ও দু'বার মর্টার হামলা হয়েছিল। যদিও বীরত্বের সঙ্গে তিনি হেলিকপ্টার বেসে ফিরিয়ে আনেন। আরও পড়ুন: US Shifting Military: ভারত-চিন সীমান্ত সংঘর্ষে আমেরিকা থেকে পাঠানো হচ্ছে সেনা, ঘোষণা মার্কিন বিদেশসচিবের; তবে কি যুদ্ধের সংকেত?
একসময় শত্রু পক্ষের এলাকায় তাঁর হেলিকপ্টারের ইঞ্জিন খারাপ হয়ে যায়। তবে তিনি এটিকে নিরাপদভাবে বেসে ফিরিয়ে আনেন। লেফটেন্যান্ট পারভেজ রুস্তম জামসজি বীরত্ব, পেশাদার দক্ষতা এবং দায়িত্বের প্রতি নিষ্ঠা প্রদর্শন করেছিলেন।