(Photo Credit: PTI)

নয়াদিল্লি, ২১ এপ্রিল: দেশে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। মঙ্গলবার বিকেলের স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮,৯৮৫। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৩। মারণ ব্যাধিকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩,২৫৯ জন। স্বাস্থ্যমন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ১৫,১২২ জনের চিকিৎসা এখনও চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩২৯ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪ জনের। আরও পড়ুন: ICMR Advises To Stop COVID-19 Rapid Test: দেশজুড়ে প্রতিটি রাজ্যে আগামী দু'দিন র‌্যাপিড টেস্ট স্থগিত রাখার নির্দেশ দিল আইসিএমআর 

দেশের বিভিন্ন রাজ্যগুলিতে বিশেষত পশ্চিমবঙ্গে করোনা টেস্ট ধীর গতিতে চালানোর জন্য কার্যত কেন্দ্রের দিকেই অভিযোগের আঙুল তুলেছিল রাজ্য সরকার। কলকাতার নাইসেড থেকে দু'সপ্তাহ আগে যে টেস্ট কিট এসেছে সেগুলিতে ত্রুটি রয়েছে বলে অভিযোগ করেছিল নবান্ন। এরপরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। টেস্ট কিট নিয়ে অভিযোগ অবশ্য শুধু পশ্চিমবঙ্গ নয়, আরও বেশ কিছু জায়গা থেকে এসেছিল। এরপর মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) এর পক্ষ থেকে প্রত্যেকটি রাজ্যেই আগামী দুদিন র‌্যাপিড টেস্ট স্থগিত রাখতে নির্দেশ দিল।

মহারাষ্ট্রের পরিস্থিতি সবথেকে খারাপ। এখনও পর্যন্ত এরাজ্যে মৃত্যু হয়েছে ২৩২ জনের। ৪৬৬৬ জন এখনও চিকিৎসাধীন রয়েছে। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ২,০৮১। মৃত্যু হয়েছে ৪৭ জনের। গুজরাট এবং মধ্যপ্রদেশেও ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা।