Photo Credits: ANI & FB

ইম্ফল: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আবেদনে (appeal) সাড়া দিয়ে মণিপুরের বিভিন্ন জায়গায় মানুষ তাঁদের কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র (weapons) পুলিশের কাছে জমা দিয়ে দিচ্ছেন (surrendered)। শুক্রবার এই কথাই জানানো হল মণিপুর পুলিশের (Manipur Police) পক্ষ থেকে।

পুলিশ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) মণিপুর (Manipur) সফরে এসে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-সহ সমস্ত মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। গণ্ডগোলের সময় বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলি সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে দিয়ে ঝামেলা আরও বাড়ানোর চেষ্টা করেছিল। সেই সমস্ত অস্ত্র যাতে দ্রুত প্রশাসন ফিরিয়ে আনতে পারে তার নির্দেশ দেন। প্রকাশ্যে মণিপুরের সাধারণ মানুষের কাছে নিজেদের কাছে থাকা অস্ত্রগুলি প্রশাসনকে ফিরিয়ে দেওয়ার আবেদন করেন। আর তাতেই কাজ হয়েছে বলে জানিয়েছে মণিপুর পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর আবেদনের পর শুক্রবার সকাল পর্যন্ত মণিপুরের বিভিন্ন জায়গায় ১৪০টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র জমা পড়েছে।

সংবাদ সংস্থা এএনআইয়ের টুইটার পেজে পোস্ট হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, মণিপুর পুলিশের পক্ষ থেকে জমা পড়া আগ্নেয়াস্ত্রগুলি সাজিয়ে রেখেছে। তাতে বিভিন্ন ধরনের মারণাস্ত্র রয়েছে। আরও অস্ত্র খুব তাড়াতাড়ি জমা পড়বে বা উদ্ধার হবে বলে দাবি মণিপুর পুলিশের। আরও পড়ুন: Indian Railways Pays Heartfelt Tribute: ভার‍তের বীর শহিদের নামে নতুন ডিজেল লোকোমোটিভ চালু ভারতীয় রেলওয়ের (দেখুন ভিডিও)

দেখুন ভিডিয়ো: