নয়াদিল্লিঃ বেঙ্গালুরু(Bengaluru) থেকে উদ্ধার ১২ জন নাবালিকা(Minors)। দেহ ব্যবসার কাজে তাদের বিক্রি করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ত্রিপুরা(Tripura), পশ্চিমবঙ্গ(West Bengal), পঞ্জাব(Punjab), মহারাষ্ট্র, কর্ণাটকের বিভিন্ন অংশ থেকে এই নাবালিকাদের আনা হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। এমনকী বাংলাদেশ থেকেও তিনজনকে আনা হয়। ওপার বাংলা থেকে বিভিন্ন একেন্টের মাধ্যমে নাবালিকাদের এ দেশে পাচার করা হত বলে খবর। জানা গিয়েছে, চাকরির প্রলোভন অথবা মোটা টাকার প্রস্তাব দিয়ে এই নাবালিকাদের ধরে আনা হয়েছিল। উইমেন প্রটেকশন উইং, বেঙ্গালুরু পুলিশ এবং একটি এনজিও-এর সহায়তায় তল্লাশি অভিযান চালিয়ে এই নাবালিকাদের উদ্ধার করা হয়। এই নাবালিকাদের বয়স ১৪ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের উদ্ধার করে রাজ্য পরিচালিত কেন্দ্রগুলিতে কাউন্সেলিং-এর জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, দ্রুত নাবালিকাদের তাদের বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হবে। 'দ্য হিন্দু'এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই নাবালিকাদের মধ্যে যারা বাংলাদেশের নাগরিক তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে দেশে ফেরত পাঠানো হবে। মঙ্গলবার পুলিশ কমিশনার বি. দয়ানন্দ জানান, এই ঘটনায় তিনজন গ্রাহকসহ ২৬ জনকে হাতেনাতে ধরা হয়েছে। তাদের সকলকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
চাকরির লোভ দেখিয়ে দেহ ব্যবসার কাজে পাচার, বেঙ্গালুরু থেকে উদ্ধার ১৪ জন নাবালিকা
CCB rescues 12 minor girls forced into flesh trade in Bengaluru https://t.co/QVl8lbhaDG
— Nagasimha.G.Rao (@nagasimhag) October 22, 2024