শুক্রবার বিকেলে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল আগ্রা-আলিগড় জাতীয় সড়কে (Agra-Aligarh National Highway)। জানা যাচ্ছে, র মিতাই গ্রামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ লাগে একটি ম্যাক্স ট্রাকের। আর এই দুর্ঘটনায় কমপক্ষে মৃত্যু হয়েছে ১২ জনের। যার মধ্যে মৃত্যু হয়েছে কয়েকজন শিশু, মহিলা এবং পুরুষের। আহত হয়েছেন কমপক্ষে ১৬ জন। তাঁদের মধ্যে ৪ জনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ প্রশাসন ও উদ্ধারকারী দল এসে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। পুলিশসূত্রে জানা গিয়েছে,মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই বাসে। আর তাতেই এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ (President Droupadi Murmu)। তিনি এক্স হ্যাণ্ডেলে টুইট করে জানিয়েছেন, উত্তরপ্রদেশের হাথরাসে যে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমি গভীরভাবে শোকাহত। আমি মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্যের কামনার জন্য প্রার্থনা করছি। রাষ্ট্রপতি ছাড়াও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সহ স্থানীয় প্রশাসনও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।
President Droupadi Murmu tweets, "The news of the death of several people in a road accident in Hathras district of Uttar Pradesh is extremely sad. I express my deepest condolences to the bereaved families who lost their loved ones and pray for the speedy recovery of those… pic.twitter.com/PC3B3MnRRr
— ANI (@ANI) September 6, 2024
Uttar Pradesh: A tragic accident occurred on the Agra-Aligarh National Highway near Mitaai village in Hathras, where a Max vehicle collided with a roadways bus. Eight people, including children, women, and men, died on the spot.
The death toll may rise as authorities continue… pic.twitter.com/LW7fjExJhd
— IANS (@ians_india) September 6, 2024