Sonia Gandhi (Photo Credit: PTI)

নতুন দিল্লি, ১১ জুন: হরিয়ানায় রাজ্যসভায় ভোটে বড় ধাক্কা খেল কংগ্রেস। হরিয়ানায় ক্ষমতা না থাকলেও বিজেপিকে টক্কর দেওয়ার মত জায়গায় থাকা কংগ্রেস হরিয়ানা রাজ্যসভা নির্বাচনে প্রেস্টিজ ফাইটে হারল। হরিয়ানায় বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী মিডিয়া কোম্পানির মালিক কার্তিকেয়া শর্মার কাছে দলীয় বিধায়করে ক্রোস ভোটিংয়ের জন্য় হেরে গেলেন কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা অজয় মাকেন। কংগ্রেসের বিধায়কের সংখ্যা বেশি থাকলেও ক্রশ ভোটিংয়ে বিজেপি সমর্থিত নির্দলের কাছে হারলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা দিল্লি কংগ্রেসের প্রাক্তন সভাপতি অজয় মাকেন। হরিয়ানার কংগ্রেস বিধায়ক কুলদীপ বৈষ্ঞই ক্রস ভোটিং করেন মাকেনের বিরুদ্ধে। ফলে  সেখানকার দুটি রাজ্য়সভার আসনেই জিতল বিজেপি। অথচ ৩৬টা ভোট নিয়ে জয় নিশ্চিত ছিল মাকেনের।

ভোট ৪টে নাগাদ গণনা শেষ হওয়ার পর দেখা যায় কংগ্রেসের মাকেন পেয়েছেন ২৯টি ভোট, সেখানে বিজেপি সমর্থিত নির্দল পেয়েছেন ২৯.৬টি ভোট। কংগ্রেসের বালরাজু কুন্ডুর ভোট বাতিল হয়, এবং নির্দল প্রার্থী বালরাজু কুন্ডু ভোটদানে বিরত থাকেন। পাশাপাশি একটা ক্রস ভোটিংও হয়, ফলে হেরে যান মাকেন। হরিয়ানার দুটি আসনেই জিতল বিজেপি। সেখানকার রাজ্যসভা ভোটে জেতেন বিজেপির দুই প্রার্থী কৃষ্ণনন লাল পানওয়ার ও কার্তিকিয়া শর্মা। আরও পড়ুন: দেশে লাফিয়ে বাড়ল কোভিড

রাজ্যসভায় ৪ আসনের মধ্যে ৩টিতে জয় পেল কংগ্রেস (Congress)। একটি মাত্র আসন ক্রস ভোটিংয়ের জেরে কংগ্রেসের হাত ছাড়া হয়েছে। বাকি তিনটি কংগ্রেসের দখলে। এমনই জানান রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (AshokGehlot)।

কর্ণাটকে আবার চারটির মধ্যে মাত্র একটি আসনেই সন্তুষ্ট থাকতে হলো কংগ্রেসকে। সেখানকার শাসক দল বিজেপির ঝুলিতে গেলো বাকি তিনটি আসন। মহারাষ্ট্রে রাজ্যসভায় ৬টি আসনের মধ্যে ৩টি -তে জিতে চমকে দিল বিজেপি। একটা আসনে বিজেপি হারাল শিবসেনাকে. তবে শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত জয় পেয়েছেন।