দিল্লি, ৩১ ডিসেম্বর: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হচ্ছে নতুন বছর। ২০২৫ সাল শুরু হওয়ার আগে একেবারে অন্যরকমভাবে দেশের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের এক্স হ্যান্ডেলে নতুন বছরের শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী জানান 'মেরা ভারত বড় রাহা' বলে। বিমান থেকে মহাকাশযান কিংবা রেলওয়ে। সবক্ষেত্রেই ভারত নিজের গতিকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে। তাই ভারত দিন দিন উন্নতির পথে তরান্বিত হচ্ছে বলে নিজের ট্যুইটে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
মোদীর এক্স হ্যান্ডেলে পোস্ট করা ২.৪১ মিনিটের ভিডিয়োতে একেবারে কবিতার মত করে দেশের উন্নতিকে ব্যাখ্যা করা হয়। কলকাতায় গঙ্গার নীচ থেকে মেট্রো থেকে শুরু করে রামেশ্বরম সেতু কিংবা বন্দে ভারত এক্সপ্রেস, সবক্ষেত্রেই ভারত তরতরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে নিজের কবিতায় জানান প্রধানমন্ত্রী।
দেখুন কীভাবে নতুন বছরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী...
मेरा भारत बढ़ रहा...
From space to soil, railways to runways, culture to innovation, #IndiaIn2024 marked a year of remarkable progress & transformation!
A poetic celebration as we stride confidently into 2025..
Explore #IndiaIn2024 on NaMo App for more https://t.co/FhYQCzQqZQ pic.twitter.com/9rkxcXeq0i
— narendramodi_in (@narendramodi_in) December 31, 2024
এসবের পাশাপাশি গোটা বছরভর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কীভাবে নিজের পথকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন দেশের উন্নতির স্বার্থে, তা প্রকাশ করা হয় নরেন্দ্রমোদী ডট ইনের তরফে। নরেন্দ্রমোদী ডট ইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ছবি প্রকাশ করা হয়।
দেখুন সেই ঐতিহাসিক মুহূর্ত...
Iconic moments of 2024!
From global milestones to key national triumphs, dive into PM @narendramodi’s journey throughout the year.https://t.co/jmjrVMXMh0
— narendramodi_in (@narendramodi_in) December 31, 2024