আমাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই আসছে ২০২৫। নতুন বছর শুরু হবে নতুন উন্মাদনায়। নতুন অধ্যায়ের সূচনা হবে এই ২০২৫ সালেই। নতুন বছরেরর আগমণের কাউন্টডাউন যখন শুরু হয়েছে, সেই সময় জেনে রাখুন কী কী ফল আপনি নিজের খাবারের তালিকায় রাখবে সৌভাগ্য (Lucky Fruits for New Year 2025) পেতে। নতুন বছরে আপনাকে পাতে রাখতে হবে কমলা লেবু, বেদানা, আঙুর, আনারস, এবং আপেল।
কেন এই ফলগুলিকে নতুন বছরে নিজের পাতে রাখবেন জেনে নিন...
সাফল্য এবং সৌভাগ্য বয়ে নিয়ে আসে কমলা লেবু। তাই নতুন বছর শুরু করুন কমলা লেবু খেয়ে। তার উজ্জ্বল রংয়ের আভায় ভেসে।
সৌভাগ্য, সন্তান জন্মের সম্ভাবনা বয়ে নিয়ে আসে বেদানা। এই ফলের উজ্জ্বল রং আনন্দ এবং সম্ভাবনা বয়ে নিয়ে আসে।
মাঝে রাতে যদি ১২টি আঙুর খান, তাহলে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। তাই নতুন বছরের শুরুতে প্রত্যেক মাসের নির্দিষ্ট সময়ে নিয়ম করে ১২টি আঙুর খান।
নতুন বছরে আনারস খান। আনারস আপনার জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। সম্ভাবনা এবং সাফল্য বয়ে নিয়ে আসে আনারস।
নতুন বছরে আপেল খান। আপেল আপনার সৌভাগ্যের প্রতীক। তাই নতুন বছরে আপেল খাওয়া কোনওভাবে অগ্রাহ্য করা যাবে না।