মণিপুর সফর শেষ করে রবিবার অসমে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এদিনের সভা থেকেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কংগ্রেসকে চাচাছোলা ভাষা আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী। কংগ্রেস নেতৃত্বকে কার্যত পাকিস্তানপন্থী বলে আক্রমণ শানিয়েছেন তিনি। সেই সঙ্গে অসমের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকাকে নিয়ে যেভাবে সমালোচনা করা হচ্ছে, তারও কড়া নিন্দা জানিয়েছেন তিনি। এদিকে রাজ্যের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পেরও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অপারেশন সিঁদুর প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী

রবিবার দাররাংয়ের সভা থেকে কংগ্রেসে উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, “অপারেশন সিঁদুরের সময় যখন আমাদের সেনারা বীরত্বের সঙ্গে পাকিস্তানে সেনাঘাঁটি ধ্বংস করছিল। সেই সময়ও পাকিস্তানের সমর্থনে কথা বলেছে কংগ্রেস। তাঁরা তখনও অনুপ্রবেশকারী ও পাক সেনার হয়ে কথা বলেছেন। এইজন্যই কংগ্রেসীদের থেকে সাবধানে থাকতে বলি। এরা অসমের ভূমিপুত্র ভূপেন হাজারিকাকেও এরা ছেড়ে কথা বলেনি”।

ভূপেন হাজারিকার পাশে মোদী

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “ভূপেন হাজারিকা এই রাজ্যের গর্ব, দেশের গর্ব। তাঁকে ভারতরত্ন সম্মান দিয়ে কী কোনও ভুল হয়েছে? কিন্তু কংগ্রেস তাঁকে অপমান করতেও ছাড়েননি। তাঁকে নিয়েও উল্টোপাল্টা কথা বলা হয়েছে। সেটা আমার অত্যন্ত খারাপ লেগেছে। আমি শিবের ভক্ত, আমাকে যতই গালিগালাজ করুক, আমি সেটা বিষপানের মতো গিলে নিই। কিন্তু কেউ যদি মাত্রারিক্তভাবে অন্য কাউকে গালি দেয়, সেটা আমি মেনে নেব না”।