প্রতারণার অভিযোগে এবার মহারাষ্ট্রের পুনে (Pune) থেকে গ্রেফতার এক মহিলা ও তাঁর দুই সহকারী। জানা যাচ্ছে, এক আইটি কর্মীর থেকে ১৪ কোটি টাকার প্রতারণা করেছে ওই মহিলা। তাঁকে গ্রেফতার করে উদ্ধার করা হয়েছে চুরি করা কোটি টাকা। জানা যাচ্ছে, ধৃত মহিলা নিজেকে ধর্মগুরু বলে পরিচয় দিয়েছিল ওই পরিবারকে। এবং তাঁদের দুই অসুস্থ মেয়েকে সুস্থ করে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তাঁকে টাকা দেওয়ার পরেই সে পালিয়ে যায়। প্রতারিত ব্যক্তি থানায় অভিযোগ জানালে অবশেষে গ্রেফতার করা হয় অভিযুক্ত মহিলাকে।
জানা যাচ্ছে, পেশায় সফটওয়ার ইঞ্জিনিয়ার দীপক দোলাস কয়েকদিন আগেই কোথরুড থানায় অভিযোগ দায়ের করেন যে এক মহিলা মাসখানেক আগে তাঁদের পুনের বাসভবনে আসেন। এবং তিনি নিজেকে ঐশ্বরিক ক্ষমতাসম্পন্ন মহিলা বলে দাবি করেন। দীপকে দুই মেয়ে দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিল। ওই মহিলা তাঁদের সুস্থ করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এবং তারজন্য দফায় দফায় একাধিকবার টাকাও নেয় সেই মহিলা।
পুলিশসূত্রে খবর, অভিযুক্ত দীপকের মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পত্তি, পুনেতে রিয়েল এস্টেট এবং তাদের জন্মস্থান গ্রামের কৃষিজমিও বিক্রি করারও পরামর্শ দেয়। এরপর ১৪ কোটি টাকা হাতিয়ে নিয়ে আচমকাই গা ঢাকা দেয় অভিযুক্ত ও তাঁর সহকারী ২ মহিলা। প্রতারিত হয়েছে এটা বুঝতে পেরেই থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। ঘটনার তদন্তে নেমে শুক্রবার নাসিক থেকে গ্রেফতার করা হয় তিনজনকে।