Dawood Ibrahim, Mamta kulkarni (Photo Credit: Instagram//X)

দিল্লি, ৩১ অক্টোবর: 'দাউদ ইব্রাহিম সন্ত্রাসবাদী (Dawood Ibrahim) নয়।' এমনই মন্তব্য করলেন প্রাক্তন বলিউডডে অভিনেত্রী মমতা কুলকার্নি। প্রাক্তন অভিনেত্রীর সেই বক্তব্য প্রকাশ্যে আসতেই, তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ মামলায় অভিযুক্ত  দাউদ ইব্রাহিমকে 'জঙ্গি নয়' বলে, দরাজ গলায় যে শংসাপত্র মমতা কুলকার্নি দেন, তা নিয়ে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করে। মমতা কীভাবে দাউদের মত আন্ডডারওয়ার্ল্ড ডন, পাকিস্তানের বন্ধুকে এভাবে শংসাপত্র দিলেন, তা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়।

৩ দিনের ধর্মীয় সভায় যোগ দিতে মমতা কুলকার্নি সম্প্রতি উত্তরপ্রদেশের গোরক্ষপুরে যান। আর সেখানেই তিনি দাবি করেন, 'মুম্বই বিস্ফোরণের সঙ্গে দাউদ যুক্ত নয়।' এরপরই মমতার আরও সংযোজন, 'দাউদকে কোনওভাবে জঙ্গি বলা যায় না।' সংবাদ সংস্থা পিটিআইয়ের তরফে ওই খবর প্রকাশ পেতেই একের পর এক সমালোচনা শুরু হয় মমতা কুলকার্নিকে নিয়ে।

বিষয়টি নিয়ে বিতর্ক দানা বাঁধতেই ফের মুখে খোলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী। মমতা কুলকার্নি বলেন, তাঁর বক্তব্যকে অন্যভাবে ঘুরিয়ে বলা হচ্ছে। তিনি কখনও বলেননি যে 'দাউদ ইব্রাহিম জঙ্গি নয়'। মুম্বই বিস্ফোরণের (Mumbai Blast) সঙ্গে জড়িত দাউদের জন্য বহু মানুষের প্রাণ গিয়েছে। তাই সে ঘোষিত সন্ত্রাসবাদী। তবে দাউদের সঙ্গে তাঁর কোনও যোগ নেই। সে কথা তিনি আবারও স্পষ্ট করেন বলে জানান মমতা।

বিতর্ক শুরু হতেই মমতা কুলকার্নি পালটা কী বললেন দেখুন...

 

পাশাপাশি তিনি বলিউডডের এক সময়ের সুপারস্টার ছিলেন। তাই তাঁর গেরুয়া ধারণ করার কোনও প্রয়োজন ছিল না। তবে তিনি হিন্দু ধর্মকে, সনাতনী প্রতিষ্ঠাকে এগিয়ে নিয়ে যেতে চান বলেই গেরুয়া ধারণ করেছেন। আর গেরুয়াধারী মানুষের কখনও দেশদ্রোহীদের সঙ্গে সম্পর্ক থাকতে  পারে না। তাই তাঁর সঙ্গে দাউদের কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানান মমতা।