Rahul Gandhi. (File Photo)

আরএসএসের প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন হচ্ছে গোটা দেশে। এই নিয়ে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের শরিক দলের যথেষ্ট আপত্তি রয়েছে। সেই কারণে বিভিন্ন অ-বিজেপি শাসিত রাজ্যে আরএসএস সেভাবে অনুষ্ঠান করতেও পারছে না। এদিকে কলম্বিয়ায় সফরে গিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও বিজেপিকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর মতে, আরএসএস-বিজেপি মতাদর্শের মূলে রয়েছে কাপুরুষতা। এদিন কলম্বিয়ার ইআইএ বিশ্ববিদ্যালয়ে এই ভাষাতেই মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ।

বিদেশমন্ত্রীকে আক্রমণ রাহুলের

তিনি বলেন, “আরএসএস ও বিজেপির আদর্শ হল দুর্বল মানুষের ওপর আক্রমণ করা। আপনি যদি লক্ষ্য করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আগে বলেছিলেন, চীন একটি শক্তিশালী দেশ। তাঁদের সঙ্গে লড়াই করে আমরা পেরে উঠব না। তাঁর এই মন্তব্য কাপুরুষতার অন্যতম উদাহরণ। এর দুর্বলদের ওপর জোর খাটাতে পারবে, কিন্তু শক্তিশালীদের বিরুদ্ধে যেতে ভয় পাবে। এই মতাদর্শে আমি সমর্থন করতে পারব না”।

গণতন্ত্র নিয়ে বিজেপিকে নিশানা রাহুলের

রাহুল আরও বলেন, “ভারতের ভবিষ্যত নিয়ে সবসময় আশাবাদী রয়েছি। আমাদের দেশ সংস্কৃতি ও বৈচিত্রে ভরপুর। প্রযুক্তিতে আমরা অনেকটাই এগিয়ে রয়েছি। আমাদের কাছে এখন সবচেয়ে বড় ঝুঁকি হল গণতন্ত্রের ওপর আক্রমণ। গণতন্ত্রের ওপর সামগ্রিকভাবে হামলা চালানোর চেষ্টা করা হচ্ছে। যার প্রতিরোধ আমরা করবই”।