Photo Credits: ANI

হায়দরাবাদ: যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী (UttarPradesh) হওয়ার পর রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা মোগল শাসকদের চিহ্ন ধ্বংসের কাজ বেশ সুচারুভাবেই সম্পন্ন হচ্ছে। যোগীর শাসনকালে মোগলদের দেওয়া বহু জায়গারই নাম বদলে গেছে। এবার তেলেঙ্গানায় (Telengana) ক্ষমতায় এলে নিজামদের (Nizam) সমস্ত সাংস্কৃতিক চিহ্ন (Cultural symbols) ধ্বংস (destroy) করার হুমকি দিলেন তেলেঙ্গানার বিজেপি সভাপতি বান্ডি সঞ্জয় (Telangana BJP chief Bandi Sanjay)।

শুক্রবার তেলেঙ্গানার (Telengana) রাজধানী হায়দরাবাদে (Hyderabad) একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "যদি ভোট (vote) দিয়ে রাজ্যের মানুষ আমাদের ক্ষমতায় (power) আনেন তাহলে তেলেঙ্গানায় থাকা নিজামদের সাংস্কৃতিক চিহ্ন আমরা ধ্বংস করে দেব। ভেঙে ফেলব নতুন তৈরি হওয়া রাজ্যের সচিবালয়ের (Secretariat) স্তম্ভগুলোকেও। ভারতীয় (Indian) ও তেলেঙ্গানার সংস্কৃতির (Telangana culture) পরিচয় বহন করে এই ধরনের জিনিস তৈরি করা হবে ওই স্তম্ভগুলির জায়গায়।"