নয়াদিল্লি: রাজ্যসভায় (Rajya Sabha) অধিবেশন (Session) চলাকালীন ভিডিয়ো রেকর্ডিং (Video Recording) করেছিলেন। পরে সেই ভিডিয়ো পোস্ট করেন টুইটারে। এর জেরে শুক্রবার কংগ্রেস সাংসদ (Congress MP) রজনী অশোকরাও পাটিলকে (Rajani Ashokrao Patil) রাজ্যসভার চলতি অধিবেশন থেকে সাসপেন্ড (Suspend) করলেন রাজ্যসভার চেয়ারম্যান (Rajya Sabha Chairman) ও ভারতের উপরাষ্ট্রপতি (Indian Vice President) জগদীপ ধনখড় (Jagdeep Dhankar)। রাজ্যসভার চেয়ারম্যানের নির্দেশকে উপেক্ষা করার জেরে তাঁকে সাসপেন্ড করা হয়।
এপ্রসঙ্গে জগদীপ ধনখড় বলেন, "গতকাল টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে যার ফলে অসম্মান হয়েছে রাজ্যসভার। এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি আমি। সংসদের আদর্শ ও নীতিকে এইভাবে ভূলুন্ঠিত করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছি। সংসদের বিষয়ে এভাবে কোনও বাইরের সংস্থার যুক্ত থাকার বিষয়টি কখনই মেনে নেওয়া যায় না।"
এপ্রসঙ্গে তিনি আরও বলেন, "পুরো বিষয়টি প্রিভিলেজ কমিটির কাছে বিচারের জন্য পাঠানো হয়েছে। প্রিভিলেজ কমিটির রেকমেন্ডশনের জন্য আমরা এর আগে সুফল পেয়েছি। বর্তমানে ডাঃ রজনী অশোকরাও পাটিলকে এই অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে।"
Congress member Rajani Patil suspended from Rajya Sabha for current session for recording House Proceedings
Read @ANI Story | https://t.co/oDqRd4NVUM#RajaniPatil #RajyaSabha #RajaniPatilSuspended #HouseProceedings #Congress pic.twitter.com/jK1UcBGz6h
— ANI Digital (@ani_digital) February 10, 2023