বেঙ্গালুরু: বলিউডের বীরজারা সিনেমায় পাকিস্তানের যুবতী প্রীতি জিন্টার প্রেমে পাগল হয়ে পাকিস্তানে গিয়ে পৌঁছে ছিলেন ভারতীয় সেনা আধিকারিক শাহরুখ। এর জন্য তাঁকে দীর্ঘদিন ধরে পাকিস্তানের জেলে বন্দিও থাকতে হয়। পরে অবশ্য আইনজীবীর অক্লান্ত পরিশ্রমের জেরে মিলন হয় ওই প্রেমিক যুগলের।
এবার প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে। পাকিস্তানের এক যুবতীর অনলাইনে লুডো খেলতে গেয়ে পরিচয় হয় ভারতের কর্নাটকের বেঙ্গালুরুর এক যুবকের । পরে ঘনিষ্ঠতা বাড়ে। এরপরই সোজা পাকিস্তান থেকে বেঙ্গালুরুতে এসে অনলাইন লুডোর পার্টনারকে বিয়ে করলেন পাকিস্তানের ওই মহিল।