Zubeen Garg (Photo Credit: Instagram)

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর: সংরক্ষণ করা হল জ়ুবিন গর্গের (Zubeen Garg Death) পায়ের ছাপ। অসম (Assam) তথা বলিউডের (Bollywood) জনপ্রিয় গায়কের পায়ের ছাপ সংরক্ষণ করা হল তাঁর নিজের রাজ্যে। জ়ুবিন গর্গের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা অসম জুড়ে। গোটা রাজ্য যেন ডুকরে কেঁদে ওঠে তার প্রিয় গায়কের মৃত্যুর খবরে। সিঙ্গাপুরে () অনুষ্ঠান করতে গিয়ে জ়ুবিনের যখন মৃত্যু হয়, তখন থেকেই মন খারাপ গোটা দেশের। বিশেষ করে জ়ুবিনের রাজ্য অসমের।

এরপর জ়ুবিনের মৃতদেহ অসমে ফেরানো হলে, গোটা রাজ্যে স্তব্ধ হয়ে যায়। জ়ুবিনের মৃত্যুতে জনস্রোত বয়ে যায়  অসমে। একরে পর এক স্কুল, কলেজ, পরীক্ষা সব বন্ধ হয়ে যায়। মানুষ রাস্তায় নেমে জ়ুবিনকে শেষ বিদায় জানান। এবার অসমের প্রিয় ছেলে জ়ুবিনের পায়ের ছাপ সংরক্ষণ করা হল তাঁর রাজ্যে।

দেখুন অসমে কীভাবে সংরক্ষণ করা হল জ়ুবিনের পায়ের ছাপ...

 

 

View this post on Instagram

 

গত শুক্রবার রাতে জ়ুবিন গর্গের অনুষ্ঠান করার কথা ছিল সিঙ্গাপুরের নর্থইনস্ট ফেস্টিভ্যালে। ওই অনুষ্ঠানের আগে সিঙ্গাপুরে স্কুবা ডাইভ করে হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যায় জ়ুবিনের।

সঙ্গে সঙ্গে জ়ুবিনকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। তবে হাসপাতালে নিয়ে যেতে না যেতেই চিকিৎসকরা জ়ুবিনকে মৃত বলে ঘোষণা করেন। স্কুবা ডাইভ করতে গিয়ে জ়ুবিন গর্গের মৃত্যুর খবর পেতেই গোটা দেশ জুড়ে চাঞ্চল্য ছড়ায়। তারপরই জ়ুবিনের শেষ শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে গোটা রাজ্যের মানুষের।