Zubeen Garg, Assam CM (Photo Credit: ANI/X/Instagram)

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর: জ়ুবিন গর্গের মৃত্যুর ঘটনায় সিট গঠন করেছে অসম সরকার। আর সেই সিটের হাতে গ্রেফতার জ্যোতি গোস্বামী। জ়ুবিন গর্গের দীর্ঘ সময়ের সঙ্গী জ্যোতি গোস্বামীকে গ্রেফতার করা হয় সিটের তরফে। জ্য়োতি গোস্বামী ছিলেন জ়ুবিন গর্গের সঙ্গে। সিঙ্গাপুরে যখন জ়ুবিন নর্থইস্ট ফেস্টিভাল উপলক্ষ্যে হাজির হয়, সেই সময় তাঁর সঙ্গে জ্যোতি ছিলেন। শুধু তাই নয়, জ্যোতি ছিলেন জ়ুবিনের সঙ্গে তখও যখন ইয়টে করে জলে নামেন স্কুবা ডাইভিং করতে। ফলে জ্যোতি গোস্বামীকে জেরার জন্যই সিটের তরফে গ্রেফতার করা হয়।

এদিকে জ়ুবিনের মৃত্যু রহস্যে উদ্ধার যদি সিটের হাতে না হয়, তাহলে তদন্তভার সিবিআইকে দেওয়া হবে। এমনই জানান অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেই সঙ্গে জ়ুবিনের অনুরাগীদের শান্ত থাকার জন্য় আবেদন জানান হিমন্ত। তিনি বলেন, বিচার হবেই। দোষী থাকলে, তাঁরা শাস্তি পাবে বলেও আশ্বাস দেন অসমের মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Zubeen Garg Last Video: জল থেকে তোলার পর প্রাণপন চেষ্টা, সিঙ্গাপুর থেকে জ়ুবিন গর্গের শেষ ভিডিয়ো সামনে এল দেখুন

অসম সরকার তদন্তের জন্য সিট গঠন করেছে। ফলে সিটকে সময় দেওয়া হয়েছে। সিট যদি তদন্ত করতে না পারে, তাহলে তা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে বলে আশ্বাস দেন হিমন্ত।

গত শুক্রবার সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভালে হাজির হন জ়ুবিন গর্গ। শুক্রবার রাতে তাঁর অনুষ্ঠান করার কথা ছিল। তবে অনুষ্ঠান শুরুর আগে শুক্র সকালে জ়ুবিন যখন স্কুবা ডাইভিংয়ে যান, তখনই নেমে আসে চরম দুর্ঘটনা।

জুবিনের মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে গোটা অসম। জয় জ়ুবিন দা স্লোগান দিয়ে কেঁদে ভাসান অসমের মানুষ। গোটা রাজ্যের মানুষের ভালবাসায় মঙ্গলবার  জ়ুবিনের শেষকৃত্য সম্পন্ন হয়। যেখানে জ়ুবিনের শেষ ইচ্ছা অনুযায়ী বাজানো হয় মায়াবিনি। যা শুনে চোখে জল ধরে রাখতে পারেনি গোটা রাজ্যের মানুষ।