Welcome To The Jungle: অক্ষয় কুমারের জন্মদিনে 'ওয়েলকাম ৩'-র আত্মপ্রকাশ, জানুন কাদের দেখা যাবে
Arshad Warsi on Welcome 3 Photo Credit: Instagram@HT City

অক্ষয় কুমারের ৫৬ তম জন্মদিনে আত্মপ্রকাশ করা হল 'ওয়েলকাম থ্রি' (Welcome To The Jungle)-র বিশেষ টিজার। ওয়েলকাম ব্যাক-এর ৯ বছর পর ২০২৪ সালে মুক্তি পাবে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' (Welcome To The Jungle)। ৩ মিনিট ২১ সেকেন্ডের বিশেষ টিজারে সিনেমাটির ২৪ জন অভিনেতা-অভিনেত্রীদের দেখানো হয় সেনার পোশাকে জঙ্গলের ভিতর দাঁড়িয়ে আছেন। ওয়েলকাম থ্রি-পরিচালনা করবেন আহমেদ খান। ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির প্রথম দুটি সিনেমা পরিচালনা করেছিলেন আনেস বাজমে (Anees Bazmee)।

অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, আর্শাদ ওয়ারসি, রবীনা ট্যান্ডন, দিশা পটানি, জ্য়াকলিন ফার্নান্ডেজ, পরেশ রাওয়াল, জনি লিভার,তুষার কাপুর, শ্রেয়স তালপাড়ে, দালের মাহেন্দি-র মত তারকা ঠাসা সিনেমা হতে চলেছে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'। আগামী বছর ২০ ডিসেম্বর রিলিজ করতে চলেছে এই সিনেমা। আরও পড়ুন-এবার ভারতে ওটিটি-তে রিলিজ করতে চলেছে বার্বি, কবে কোথায় দেখবেন জানুন

দেখুন ওয়েলকাম থ্রি-র বিশেষ টিজার

২০০৭ সালে মুক্তি পেয়ে ছিল 'ওয়েলকাম'। একেবারে হাসতে হাসতে পেট ফাটার জোগাড় হয়েছিল। ওয়েলকাম-এ ছিলেন অক্ষয় কুমার, ক্য়াটরিনা কাইফ, নানা পাটেকর, অনিল কাপুর, পরেশ রাওয়াল, ফিরোজ খান, মল্লিক শেরওয়াতের মত তারকারা। এরপর ২০১৫ সালে 'ওয়েলকাম টু' মুক্তি পায়। ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির দুটি সিনেমাই বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। এবার পালা ওয়েলকাম থ্রি-র।