Barbie OTT Release: এবার ভারতে ওটিটি-তে রিলিজ করতে চলেছে বার্বি, কবে কোথায় দেখবেন জানুন
Barbie Movie. (Photo Credits: twitter)

দুনিয়ার বক্স অফিসে ইতিহাস গড়েছে মার্গট রবি অভিনীত 'বার্বি' (Barbie)। রূপকথার পুতুল সুলভ জীবন ছেড়ে বাস্তবে এসে বার্বি-র জীবন কেমন মোড় নেয় তা নিয়ে ফ্যান্টাসি-কমেডি ধাঁচের এই সিনেমা ১ কোটি ৩৬ লক্ষ বিলিয়ন ব্যবসা করেছে। চলতি বছর তাবাড় তাবড় সিনেমাগুলিকে পিছনে ফেলে দুনিয়ার বক্স অফিসে সবচেয়ে বড় হিটের তকমা পেয়েছে 'বার্বি'। দুনিয়ার সব প্রান্তের সিনেপ্রেমীদের মুখে একটাই স্লোগান, 'আই লাভ মাই বার্বি ভেরি মাচ।

টানা ৬টা সপ্তাহ ১৫ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে নয়া নজির করেছে। আমেরিকা থেকে লন্ডন, ক্য়ালিফোর্নিয়া থেকে কলকাতা-সর্বত্র 'বার্বি' ম্যানিয়া দেখা যায়। কোনও মহিলা পরিচালিত দুনিয়ার সবচেয়ে হিট সিনেমার স্বীকৃতি পেয়েছে 'বার্বি'। ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার'-এর সঙ্গে একই দিনে রিলিজ না করলে আরও অনেক রেকর্ড ভেঙে দিতে পারত গ্রেটা গারউইগ পরিচালিত এই সিনেমা।

দেখুন ভিডিয়ো

দেখুন টুইট

বার্বি সিনেমাটিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন হলিউডের দুই তারকা মার্গট রবি ও রায়ান গসলিং। পাশাপাশি উইল ফেরেল, এমা ম্যাকে, সিমু লিউ, মাইকেল সেরা রয়েছেন বার্বি’তে। এখনো বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে দাপটের সঙ্গে চলছে 'বার্বি'। তবে এরই মধ্যে ভারতে স্ট্রিমিং প্ল্যাটফর্মে রিলিজ করতে চলেছে 'বার্বি'।

আগামী ১২ সেপ্টেম্বর থেকে 'বুক মাই শো'-র BMS স্ট্রিমিং সার্ভিসে ৪৯৯ টাকায় ভাড়া বা ৭৯৯ টাকায় কিনে নিয়ে 'বার্বি' দেখতে পারবেন আপনার মোবাইল, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটিরা বা স্মার্ট টিভিতে। 4k ফর্ম্যাট, ইংরেজি সাবটাইটেলে দেখা যাবে সিনেমাটি। সিনেমাটি 'রেন্ট বা বাই'মডেলের বাইরে সাধারণ ওটিটি-তে আসতে আরও মাস দুয়েক সময় লাগতে পারে।