দেশের গন্ডি পেরিয়ে যে বলিউড বিশ্ব দখল করছে তা নিঃসন্দেহে বলাই যায়, আর তাঁর উদাহরণ হিসাব্বে বিদেশীদের প্রায়ই বলিউডের গানে নাচতে দেখা যায়, শুধু গান নয় তারা যে আমাদের চলচ্চিত্রগুলিকে কতটা ভালোবাসে তা বলতেও দেখা যায়। সম্প্রতি কালা চশমা গানটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এবার রণবীর সিংহ এর ছবির গানে কোমর দুলিয়ে ভাইরাল হল এক দল দক্ষিণ কোরিয়ার একদল ছেলে মেয়ে।
View this post on Instagram
দক্ষিণ কোরিয়ার ছেলে ও মেয়েদের একটি দল সম্প্রতি IFSC-তে চুসেওক উৎসব (Chuseok festival) যেটি ধন্যবাদ জ্ঞাপন উৎসব (Korean Thanksgiving festival) বলে পরিচিত তাঁর উদযাপনের জন্য আয়োজিত একটি ইভেন্টে বলিউডের গানে নাচল। ঘাঘরা-চোলি পরা মেয়েরা প্রথমে ২০১৩ সালে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং অভিনীত 'গোলিওঁ কি রাসলীলা রাম-লীলা' চলচ্চিত্রের নাগাদা সং ঢোল (Nagada )গানটি পরিবেশন করেছিল। তারপরে ধুতি-কুর্তা পরা ছেলেরা তত্তাদ তত্তাদ (Tattad Tattad) গানটি পরিবেশন করে, যেটিতে পরে মেয়েরাও যোগ দেয়।
এই উৎসবকে হাঙ্গাভিও বলা হয়, যার অর্থ মধ্য শরতের উৎসব বা ফসল কাটার চাঁদ উৎসব।এই উৎসব উপলক্ষ্যে তিন দিনের ছুটি ঘোষণা করা হয় দক্ষিণ কোরিয়ায়। লুনার ক্যালেন্ডার অনুযায়ী অষ্টম মাসের ১৫ তারিখ উদযাপিত হয়।