মুম্বই, ১১ এপ্রিল: বর্তমানে ইন্ডিয়ান আইডলের বিচারক তিনি। জনপ্রিয় এই রিয়্যালিটি শো থেকেই শুরু হয় তাঁর যাত্রা। বলিউডের (Bollywood) রিমেক কুইনের খেতাব জয়ের পর তাই এই রিয়্যালিটি শোয়ের মঞ্চে হাজির হয়ে আবেগে ভেসে যান নেহা। ইন্ডিয়ান আইডল চলার মাঝে এবার ভাইরাল হল নেহার অডিশনের একটি ভিডিয়ো। যেখানে অনু মালিকের সঙ্গে ফারাহ খান এবং সোনু নিগমকেও (Sonu Nigam) দেখা যায়।
নেহার (Neha Kakkar) ওই অডিশনে দেখা যায়, তাঁর গান শুনে ক্ষেপে যান অনু মালিক (Anu Malik)। নেহা কক্করের গান শুনে কার্যত চমকে যান অনু মালিক। নেহার গান শুনে তাঁর নিজের গালে চড় কষানোর ইচ্ছে হচ্ছে বলে মন্তব্য করতে শোনা যায় অনু মালিককে। যা শুনে নেহাও কার্যত চমকে যান।
আরও পড়ুন : Sara Ali Khan : কাশ্মীরে গিয়ে সারার সুফি গান ভাইরাল অন্তর্জালে
দেখুন সেই ভিডিয়ো...
जब नेहा कक्कड़ का गाना सुन कर अनु मलिक ने मारा अपने आप को थप्पड़ pic.twitter.com/aHSSbN7tWw
— मंदोदरी (@Mrs_Raavan_) April 9, 2021
সম্প্রতি পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন নেহা কক্কর। নিজের চেয়ে বয়সে ছোট রোহনপ্রীতের সঙ্গে দেখা হওয়ার পরপরই একে অপরের সঙ্গে সম্পর্কে জড়ান তাঁরা। বেশ কয়েক মাসের সম্পর্কের পর অবশেষে রোহনপ্রীত সিংয়ের সঙ্গে সাতপাক বাঁধা পড়েন নেহা কক্কর।