Sara Ali Khan : কাশ্মীরে গিয়ে সারার সুফি গান ভাইরাল অন্তর্জালে
কাশ্মীরে গিয়ে সারার গান

জম্মু, ১১ এপ্রিল : কাশ্মীরে গিয়ে সুফি গায়কদের সঙ্গে গান গাইলেন সারা আলি খান (Sara Ali Khan)।  সুফিয়ানার সঙ্গে নিজেকে মিলিয়ে দেন সারা।  এরপরই সুফি গায়কদের সঙ্গে তাল মিলিয়ে সুরে সুর মেলান বলিউডের (Bollywood) এই অভিনেত্রী। সারা আলি খানের ফ্যান পেজের তরফে শেয়ার করা হয় সেই ভিডিয়ো।

দেখুন...

 

 

View this post on Instagram

 

বরফের রাজ্যে গিয়ে 'দমা দম মাস্ত ক্যালান্দার' গাইতে শোনা যায় সারাকে।  গায়িকা না হলেও, বেড়াতে গিয়ে সারা যে খুশি মনে গান গাইছেন, তা বেশ স্পষ্ট।

আরও পড়ুন : Devlina Kumar : বাবার হয়ে প্রচারের পর বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ দেবলীনা কুমারের

সম্প্রতি ভাই ইব্রাহিম খানের(Ibrahim Khan) সঙ্গে কাশ্মীরে (Kashmir) বেড়াতে যান সইফ-কন্যা সারা।  ভূস্বর্গে গিয়ে ভাইয়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি তুলে তা নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ারও করতে দেখা যায় অভিনেত্রীকে (Actor)।  ভাইয়ের সঙ্গে একের পর এক ছবি শেয়ারের পর এবার কাশ্মীরের সুফি গায়কদের সঙ্গে বসে সুরে সুর মেলান 'লভ আজকাল' অভিনেত্রী।